বর্তমানে শহরকেন্দ্রিক নাগরিক জীবনে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে শিশুর দেহের ভেতরে খেলা খেলতে বাধ্য হয়।এর মধ্যে কম্পিউটার গেইম অন্যতম। কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা খেলায় কোন অঙ্গ সঞ্চালন হয় না, অঙ্গ-প্রত্যঙ্গ সুগঠিত হয় না, দেহের ওজন বেড়ে যেতে পারে, ঘাড়ে, পিঠে ও কোমরে ব্যথা হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারনে চোখে নানারকম সমস্যা দেখা দিতে পারে।

2
$
User's avatar
@Wasia.22 posted 4 years ago

Comments

মানুষ মানুষের কারণে ধ্বংস হচ্ছে।তথ্যপ্রযুক্তির যুগে যে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে মারাত্মকভাবে তা একমাত্র পরিবেশের কারণে।মানুষ যদি বন জঙ্গল কেটে কেটে ঘর বাড়ি তৈরি না করতো। তাহলে এ ক্ষতির হাত থেকে শিশুরা বেঁচে যেত। আমরা কত খেলাধূলা করেছি যা এখনের শিশুরা তা থেকে বঞ্চিত। ঘরের দেওয়ালে বন্দী মত তথ্যপ্রযুক্তির যন্ত্রের মাধ্যমে নিজেকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যা মানব কল্যাণের জন্য কখনো সুফল নিয়ে আসবে না।একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

তুমি যথার্থ বলছো,তথ্য-প্রযুক্তির যুগে এসে শিশুরা মারাত্মকভাবে ক্ষতি দিকে এগিয়ে যাচ্ছে,, প্রযুক্তি যেভাবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ঠিক সে ভাবে শিশুরা ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কম্পিউটার, মোবাইলে প্রতি আসক্ত হয়ে,বাচ্চারা তাদের শৈশবের আসল আনন্দ হারিয়ে পেলতেছে।

$ 0.00
4 years ago