সন্তানদের ভার্চুয়াল বা ভিডিও গেম নয়,পরিপূর্ণ বিকাশের জন্যে বাস্তবে অন্য শিশু/মানুষের সাথে খেলাধুলা কিংবা সংস্পর্শের সুযোগ করে দিন |

8
$
User's avatar
@Ostina1 posted 3 years ago

Comments

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন,,বর্তমান যুগ তথ্য- প্রযুক্তি যুগ,,,তথ্য-প্রযুক্তি আমাদের জীবনে যতোটা না সহজ করে দিছি,ঠিক ততটাও কঠিন করে দিয়েছে। প্রযুক্তি ব্যবহার সীমাহীন হচ্ছে দিন দিন,,আর এই প্রযুক্তি ব্যবহারে আমাদের যেমন লাভ হচ্ছে ঠিক ক্ষতিও হচ্ছে,,, আগেকার দিনের বাচ্ছারা মাঠে,ঘাটে,খেলাধুলায় মেতেতে থাকতো, আর এখন বাচ্ছারা ঘরের বাইরেও যাইনা,কারণ মোবাইল,টেলিভিশন, কম্পিউটার এখন কার যুগের বাচ্ছাদের বেশি আসক্ত করে তুলেছে। তাই সকল মা-বাবার উচিত শিশুকে তার শৈশব উপভোগ করার জন্য খোলা মাঠে খেলাধুলায় চলে থাকতে দাওয়া।

$ 0.00
3 years ago

দিন দিন খেলাধুলা কিংবা আড্ডা দেওয়া থেকে দূরে সরে যাচ্ছি, শুধু মোবাইল নামাক যন্ত্র কারণে।

$ 0.00
3 years ago

your article is really realistic . today's parents create pressure to their child , they don't go to their child to play . our childhood was bound free . my parents are not so strict

$ 0.00
3 years ago

আগে খেলাধুলার জন্য আমাকে ছেলেমেয়েদেরকে ঘরে বন্ধ করে রাখত এখন তার উল্টো মোবাইল আমাদের কাছে উপকারী তেমনি ক্ষতিকর

$ 0.00
3 years ago

হ্যাঁ প্রিয় আপনি যা বলেছেন সম্পূর্ণ সত্য কথা। আসলেই ভার্চুয়াল রিয়েলিটি এমন একটা জিনিস যা আমাদের মস্তিষ্কের বৃদ্ধি থেকে বেশি করে ফেলে। যার ফলে আমরা আমাদের স্বাভাবিক জীবনের ভারসাম্য হারিয়ে ফেলি। আমাদের প্রত্যেকের উচিত ভার্চুয়াল লাইফে বেশি না জড়িয়ে বাস্তব জীবনের খেলাধুলা নিয়ে পরিচর্যা করা। যার মাধ্যমে আমাদের জ্ঞান বিবেক-বুদ্ধি সবগুলোই বৃদ্ধি পাবে। এবং আমাদের মস্তিষ্ক উর্বর থাকবে। আমরা সব সময় নিজেদের শরীর সম্পর্কে খুব ভালো ভাবে যত্ন নিতে পারবে এই খেলাধুলার মাধ্যমে। ভার্চুয়াল রিয়েলিটি শুধুমাত্র আমাদের কিছু জিনিসের মধ্যে আবদ্ধ করে দেয়। কিন্তু বাস্তব জীবন আমাদের বিভিন্ন কিছু শিখাতে সাহায্য করে। যার মাধ্যমে আমরা আমাদের মন এবং শারীরিক বিকাশ দুইটাই খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারি।

$ 0.00
3 years ago

এখন হলো আধুনিক যুগ। মোবাইল এর যুগ। আজ কাল মাঠে খেলাধুলা করতে দেখাই যায় না। সবাই ব্যাস্ত মোবাইল ফোন নিয়ে। প্রত্যেক শিশুর সুস্থ, সুন্দর জিবন যাপনের জন্য প্রয়োজন খেলাধুলা। এতে তাদের শরীর, মন, মানসিকতা সবাই সুন্দর হবে। শিশু যদি মাঠে খেলাধুলা করে তবে তার সবই সুস্থর হবে। সে বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে, শক্তিশালী হবে। তাই প্রত্যেক শিশুর সুস্থ ও সুন্দর ভাবে বেড়ে উঠার জন্য অবশ্যই খেলাধুলা প্রয়োজন। আমাদের উচিত শিশুদের খেলাধুলা করতে দেওয়া। বিশেষ করে মাটিতে কারণ মাটিতে অনেক পুষ্টি আছে। মোবাইল গেমস না দেওয়া। কারণ এটি কোনো উপকার এ আসবে না বরং অপকার করবে।।। চোখ, মাথা সবই নষ্ট করে দিবে। তাই মোবাইল গেমস থেকে শিশুকে দূরে রাখুন।।।

$ 0.00
3 years ago

absolutely right.everybody should be trying to it.

$ 0.00
3 years ago

সঠিক তবে বাচ্চারা এখন অনেকটাই মোবাইল কম্পিউটার এবং গেমস নিয়ে পরে থাকে এবং তাদের কান্না ও থামানো যায়

$ 0.00
3 years ago