ব্যর্থরা অবচেতনভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে। সচেতনভাবে সাফল্যের সঙ্গে একাত্ম হলে সাফল্যই আপনার দিকে আকৃষ্ট হবে।

7
$
User's avatar
@Moharani21 posted 4 years ago

Comments

ব্যর্থরা সহজে ব্যর্থতার গন্ডি থেকে বের হতে পারেনা৷ তারা প্রায়সময় বিষন্নতা আর ব্যর্থতার গন্ডিতে ঘুরপাক খায়। তবে তার মধ্যে যারা বের হতে পারে তারা সাফল্যের শিখরে পৌঁছে যায়।

$ 0.00
4 years ago

জীবন হলো হার-জিতের যুদ্ধ ,,জীবনে হারতে হবে ,,,জিততে হবে ,, তাই বলে একবার হেরে গেলে বারবার হারতে হবে তা তো নয় ,,,আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা একবার হেরে গেলে সে ব্যার্থতা নিয়ে সারা জীবন পার করে দেয় সহজে সেই ব্যর্থতার গণ্ডি থেকে তারা বের হতে পারে না,

$ 0.00
4 years ago

কেউ যদি নিজে কে মূখতা যাহির করে নেই,সেটা তার জীবনের ফল।যখনি সে সচেতনতা দিকে ঝুঁকবে,জীবনের ব‍্যাক্তি জাগ্ররত হবে।সচেতন ব‍্যাক্তি সমাজ ও জাতির আইকন।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনার মতামতের জন্য,, আসলে ঠিক বলছেন একজন মানুষ যখন নিজেকে ব্যর্থ মানুষ মনে করে,, নিজের চেষ্টা কখনো সফল হবেনা সেটা মনে করে নিজের আত্মবিশ্বাস ঠিক নেই,, ব্যর্থ হয়েছে অবচেতন হয়ে থাকে কিছু ,, সচেতন হয়ে নিজে কে আসল মানুষ এতটা তৈরি করেন,,

$ 0.00
4 years ago

ধন্যবাদ আমাকে আপনার পাশে সাপোর্ট দেওয়ার জন্য। আমার মন্তব্যতে আপনি মন্তব্য করেছেন "তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।এভাবে সারা জীবন আমার পাশে সাপোর্ট হয়ে সমর্থ করবে।

$ 0.00
4 years ago

অবশ্যই ডিয়ার।

$ 0.00
4 years ago