ভালোবাসাময় এই ফাগুনে…[]

জানি প্রিয়, জানি… ভালোবাসাময় এই ফাগুন- বার বার আসবে চিরাচরিত নিয়মে আমি হারাবো সুখময় নস্টালজিয়ায় আনমনা হবো বার বার।

ভেবে যাবো অন্যমনষ্ক আমি… কেউ একজন আমার তরে অপেক্ষায় হলুদ পাঞ্জাবি পড়ে চৌরাস্তার মোড়ে ঘড়ির পানে তাকায় বার বার অপেক্ষায় অভিমানী! কেউ হবে না আর!!

জানি প্রিয়, আমি জানি… ভালোবাসাময় ফাগুনে, কেউ আর আসবে না… খোঁপায় গুজবে না আর হলুদ গাঁদা ফুল – চাইবে না, বেড়াতে হাতটি ধরে করবে না আর রাগ-অভিমান ।

থাকবো না আর এই আমি… কারো ভাবনায় কিংবা ভালোবাসায়- জানি, আসবে ফাগুন প্রতি বছর ভালোবাসার পসরা নিয়ে হারাবো আমি, না পাওয়া নস্টালজিয়ায়।

জানি প্রিয়, আমি… জীবন যায়, জীবন এর নিয়মে… কোকিলের গানে, মৌমাছির গুঞ্জরনে- ফাগুন আসে ভালবাসার আমেজে অবচেতন মনে আমায় আনমনা করে যায়।

ভালোবাসাময় ফাগুনে… খুব বেশি মনে পড়ে তোমায়- বড্ড ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়- অনুভবে, ভালোবাসায় থাকো তুমি ভুলিনি, ভুলতে পারিনা, ভুলবো না।

ভালোবাসি… বড্ড বেশি ভালোবাসি তোমায়- আমার ভালোবাসায় চিরদিন আছো ছিলে, থাকবে আজীবন ভালোবাসবো ভালোবাসায়।

1
$
User's avatar
@Fahim01 posted 3 years ago

Comments