"   পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি "

মানুষ সামাজিক জীব। সমাজে বেঁচে থাকার জন্য তাঁকে কাজ করতে হয়। পৃথিবীতে কেউ সোনার চামচ নিয়ে জন্মলাভ করেনা। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। একটি প্রবাদ আছে “পরিশ্রম সাফল্যের প্রসূতী”। প্রসূতী শব্দের অর্থ প্রসারিণী বা প্রসারকারিণী। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা পরিশ্রমহীন মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। যেকোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হলো প্রখর ইচ্ছেশক্তি ও কঠোর পরিশ্রম। মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সে অনুযায়ী কাজ করে তবে একদিন সাফল্যের সুউচ্চ চূড়ায় পৌঁছাতে পারে। পরিশ্রম হলো উন্নতির একমাত্র সিঁড়ি। পৃথিবীতে যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। আজ আমাদের চারপাশে অনেক প্রতিভাবান ব্যক্তি দেখতে পাই। পৃথিবীর সোনালী ইতিহাসে অনেক সাফল্যমন্ডিত ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। যুগে যুগে কালে কালে যারা স্মরনীয় ও বরনীয় হয়েছেন প্রকৃতপক্ষে তাঁদের এইসব প্রতিভার পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। আধুনিক বিশ্বে যা কিছু আবিষ্কার হয়েছে সবই পরিশ্রমের ফসল। কবি তাই বলেছেন: ‘পরিশ্রমে ধন আনে, পূণ্যে আনে সুখ’ পরিশ্রম হলো সফলতা লাভ করার একমাত্র উপায়

6
$
User's avatar
@Sraboni3632 posted 3 years ago

Comments

অসাধারণ হয়েছে প্রিয়। আসলেই কথা সত্যি। পরিশ্রমই সৌভাগ্যের ফলশ্রুতি। আমরা যদি পরিশ্রম না করি তাহলে আমরা কখনো কোন কাজে সফল হতে পারব না। আমাদেরকে সফল হতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে। অধিক পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের সফলতা কেন্দ্রে পৌঁছাতে পারবো। কারণ আমরা যদি পরিশ্রম না করে সফলতার খোঁজ করি তাহলে আমরা কখনোই আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমাদের সফলতা প্রধান সিঁড়ি হলো পরিশ্রম। যার মাধ্যমে আমরা আমাদের পৃথিবীর সমস্ত কঠিন কাজ কেও হার মানাতে পারি। এই পরিশ্রম আমাদেরকে বিভিন্ন রকমের দুঃসময় থেকে রক্ষা করতে সাহায্য করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আমাদের মাঝে এত সুন্দর একটি উক্তি উপস্থাপন করার জন্য। দোয়া রইল সবসময় এগিয়ে যান এভাবেই। পাশে আছি সব সময় আপনার।

$ 0.00
3 years ago

কথা গুলো সত্য বলেছে।পরিশ্রম ছাড়া কেউ সাফল্যে পৌছাতে পারে না।পৃথিবীতে বড় বড় মানুষগুলো পরিশ্রম করেই সৌভাগ্য হাসিল করেছে।

$ 0.00
3 years ago

কথা সত্যি বলছেন, পরিশ্রম না করলে জীবনের সফলতা অর্জন করা যায় না। জন্ম থেকেই কেউ সৌভাগ্যের চাবিকাঠি নিয়ে পৃথিবীতে আসে না। পৃথিবীতে আসার পর পরিশ্রম করার পরে তার সৌভাগ্য হাসিল করা যায়। পৃথিবীতে ভালোভাবে বাঁচার জন্য পরিশ্রম ছাড়া আর কিছুই নেই যত বেশি পরিশ্রম করবেন জীবনে তত বেশি উন্নতি লাভ করতে পারবেন।

$ 0.00
3 years ago

Hard work is the root of good fortune. Thank you so much for sharing this beautiful post with us.

$ 0.00
3 years ago

জন্ম থেকে কেউ সফলতা অর্জন করে আসে না। সফলতা অর্জন করতে হলে পৃথিবীতে কঠোর পরিশ্রম করতে হবে । আপনি যত বেশি পরিশ্রম পারবেন কত বেশি সফলতা অর্জন করতে পারবে,, পরিশ্রম না করলে সফলতা কখনো আপনার কাছে ধরা দেবে না,, সফলতা অর্জন করে আনতে হয়,,, সুন্দরভাবে জীবন যাপন করার জন্য অবশ্য সফল হতে হবে।

$ 0.00
3 years ago