"যা ভাল যাচ্ছে তাতে মনোনিবেশ করুন যেটা খারাপ হয়েছে সেটা নিয়ে ভাবতে থাকলে দিন তো খারাপ যাবেই। তবে যদি কোনকিছু খারাপ হয়ে থাকে, তাহলে ভাবুন যে এটার বিপরীতে আরো অনেক কিছু ভালভাবেই চলছে। ভাল জিনিসের তালিকা করুন এবং যখন দরকার হবে তখন তা মনে করার চেষ্টা করুন।
Comments
সহমত প্রিয়
i cant read
why??
I dont know how to read it
where are from??
Im from Philippines. How bout u?
Im from Bangladesh
আমি সম্পূর্ণ একমত আপনার সাথে। আমরা সব সময় খারাপ টা নিয়ে ভাবি, ভালো কি হলো সেদিকে দেখার সুযোগ নেই। খারাপ সময়ে ভেঙে না পড়ে আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।
জ্বী আপনি যথার্থ বলেছেন,ভালো -খারাপ নিয়ে জীবন গঠিত হয়,ভালো কিছু হলে আমরা খুশিতে আত্যহারা হয়ে যাই,কিন্তুু খারাপ কিছু হলে আমরা মনে করি জীবন শেষ।আমাদের উচিত খারাপ সময় থেকে শিক্ষা নিয়ে জীবন রচিত করা।
সবসময় জীবনে ঘটে যাওয়া ভালো কিছু নিয়ে চিন্তা করে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া উচিত
হুম,কিন্তুু শুধু ভালো দিকটা বিবেচনা করলে জীবনের আসল মানে টা আমরা বুঝবো না,আমাদের খারাপ সময়কে ফেস করে শিক্ষা নিতে হবে।
আপনার কথা ঠিক আছে, তবে আমার চিন্তা ধারা হলো খারাপ সময়ে সবসময় ভালো কিছু চিন্তা করা, অতীতের ভালো কিছু থেকে ভবিষ্যতে ভালো কিছু করার প্রেরণা খুজে পাওয়াযায়
হুম....
❤👍
এটাই করা উচিত কিন্তু পেরে উঠছি না৷ মন শুধু খারাপের চিন্তাই করে৷ বিপরীতে ভালো কিছু হয়েছে এটা চিন্তা করে না
হুম আমাদের খারাপ সময় গুলো আমাদের প্রতিনিয়ত কুঁড়ে খাই,তারপরও বলছি চেষ্টা করতেই হবে। হার মানলে তো হেরে যেতেই হবে,,তাই ব্যর্থতা কে প্রধান্য না দিয়ে সফলতার খুঁজে বিভোর থাকতে হবে।
হুম৷ চেষ্টা করবো আপু৷ দোয়া করবেন যেন পারি
ভালো কিছু পেতে জিবনে অনেক কষ্ট করতে হয় তবেই ভালো কিছু পাওয়া যায়। মানুষ খারাপ টাই তারা তাড়ি গ্ৰহণ করে ভালোটা নয়। এটা বুঝে না খারাপ তো খারাপ ই হয়। খারাপ কেউ পছন্দ করে না বিশেষ করে আল্লাহ তাআলা। তাই খারাপ কে সবাই বর্জন করেন ভালোকে গ্ৰহণ করেন।।।