বাংলা অক্ষর বা বর্ণ বাঙালি জাতির অনন‍্য সম্পদ।এই বর্ণমালা বাঙালির প্রাণের সঙ্গে মিশে আছে। বাংলা অক্ষর বাঙালির চিত্তকে আনন্দে ভরে দেয়। বাঙালিকে করে তোলে সপ্নমুখী। বাংলা অক্ষর বাঙালির চোখে দেখা দেয় মায়ের রূপ ধরে। কখনো তার চিত্তে বাজায় নূপুর।

5
$
User's avatar
@Wasia.22 posted 3 years ago

Comments

বাংলা আমার জীবন। বাংলা আমার মরণ।বাংলাতে আমার সাফল্যের অর্জন। পৃথিবীতে অনেকগুলো ভাষায় আছে কিন্তু আমি আমার মাতৃভাষা বাংলা কথা বলে, যে তৃপ্তিময় আনন্দ পেয়ে থাকি,তা অন্য কোন ভাষাতে আমি পাই না।অনেক অনেক ধন্যবাদ এমন একটি পোস্ট আমাদের সাথে ভাগাভাগি করার জন্য প্রিয়।

$ 0.00
3 years ago

বাংলা ভাষা নিজের ভাষা মায়ের ভাষা। অন্য সব ভাষা যতোই গুরুত্বপূর্ণ হোক তা দিয়ে মনের ভাব সম্পূর্ণ কি বলছি প্রকাশ ই করা যায় না।বাংলা ভাষা কথা বলার মজাই আলাদা। আপনাকে ধন্যবাদ কারণ আপনার পোষ্ট এ কমেন্ট করতে পারছি। আমি ভাষা নিয়ে কিছু বলতে পারছি। অনেক ভালো লাগলো

$ 0.00
3 years ago

Thanks

$ 0.00
3 years ago

অনেক অনেক ধন্যবাদ প্রিয় এতো সুন্দর করে বাংলার অক্ষর কে উপস্থিত করার জন্য,, একজন মানুষ সুন্দন ভাবে বেঁচে থাকার জন্য শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন,আর আমরা সে শিক্ষা গ্রহণ করার জন্য অক্ষরের সাহায্য নিই,অক্ষর থেকে আমরা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারি,, শিক্ষা অর্জন করার প্রথম ধাপ হলো বর্ণমালা।

$ 0.00
3 years ago

thanks

$ 0.00
3 years ago

welcome

$ 0.00
3 years ago