"হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।"
Comments
একদম ঠিক। সবজায়গায় যেমন না বলা যায়না তেমনি সব জায়গায় হ্যাও বলা যায়ন। এই দুইটার উপরে ভিত্তি করেইতো আজকের এই ধরনী গঠিত। হ্যা এবং এর উপরে ভিত্তি করে একটা মানুষের বাচাঁ মরা যার জন্য এতো ভাবতে হয়।যার জন্য এতো আহাজারি এই হ্যা না নিয়ে
জি
এই কথা দুটো ছোট হলেও এর দাম অনেক বড়। মূল্যবান কাজ করার সময় ই এই কথা দুটো ব্যাবহার করতে হয়। কথা ছোট অথ বড়। এর থেকে ছোট শব্দ মা এর মূল্য আরো বেশি। হ্যাঁ আর না এই দুটোর উপর এক সময় নির্ভর করে মানুষের জিবন মানুষের সুখ। তাই এতো ভাবতে হয়।।।
হম ধন্যবাদ
We Love your songs a lot.you are not alone and you'll never be because we are unity.Your music takes my pain away in unconscious situations even at every situation. Waiting for your new song .Hope so we'll get it soon. Best Dj Alan walker.🙂
So take aim and fire away I've never been so wide away No nobody but me can keep me safe I'm on my way😍
you're best and you're song's are marvelous and again and again you're a best!!!!
আসলেই
হুম একদাম ঠিক কথা বলছে
ভাবতে হয় এই কারণে কেননা দুইটা শব্দ সবচেয়ে ছোট হলেও,এই দুইটা শব্দ জীবনের সকল সিন্ধান্ত বদলায় দিতে পারে।তাই হ্যাঁ, /না বলার সময় আমাদের অনেক বেশি ভাবতে হয় অনেক বেশি বিবেচনা করতে হয়। আশা করি আপনিও এই দুইটা শব্দ ব্যবহারে ক্ষেত্রে সচেতন হবেন।