যদি পড়েন নামাজ- সুন্দর হবে সমাজ, যদি পড়েন কোরআন - মজবুত হবে ঈমান।
5
$
@Wasia.22
posted
4 years ago
Comments
মনে প্রাণে শান্তির জন্য নামাজ কুরআন ই যথেষ্ট। এর কোনো বিকল্প নাই। সমাজ পরিবার সুন্দর করার জন্য ইমান যথেষ্ট ভুমিকা পালান করে।।। কিছু পেতে হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে। মন থেকে চাইতে হবে তবেই পাওয়া যাবে।।। নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ ছাড়া সুখ শান্তি কিছুই নেই। না আছে এই জিবনে ষা আছে পরকালে।।। তাই অবশ্যই নামাজ অপরিহার্য সবার জন্য।। আল্লাহ সবাইকে ইমান দান করুক।।। আমিন। ধন্যবাদ আপনাকে।।
নামাজ হলো সকল সমস্যা সমাধান। নামাজ হলো ঈমানের অঙ্গ,নামাজ আমাদের সত্যের পথ দেখায়, আল্লাহ বন্ধু বানায়।নামাজ বিহীন কেউ আল্লাহ প্রিয় বান্দা হতে পারবেনা। তাই আমরা নিয়মিতত নামাজ কায়েম করবো।
কোরআন হলো জ্ঞানের ভান্ডার।আল্লাহ আমাদের জন্য এমন একটি জ্ঞান ভান্ডার উপহার দিয়েছে, যে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজকে সফলতা জ্ঞান মজবুত করার জন্য,কোরআন হাদিসে প্রতিটিতে বর্ণনা করা হয়েছে।নামাজ আল্লাহর কাছে প্রিয়।যে ব্যক্তি নামায পড়ে আল্লাহ সে আল্লাহ্ প্রিয়।জীবন পাপ মুক্ত করার জন্য আমাদের প্রত্যেকের নামাজ পড়া উত্তম।