জীবনে দুঃখ-কষ্ট আসতে পারে তাতে ভয় পাওয়া বা হতাশ হওয়ার কিছু নেই । এমনকি সুখের সাথীরা সাহায্যের হাত না বাড়ালে নিজের শক্তিতে বলিয়ান হয়ে সব সংকট অতিক্রম করতে হবে।

4
$
User's avatar
@Moharani21 posted 3 years ago

Comments

খুব সুন্দর পোস্ট। জীবনে সুখী হতে চাইলে বাধা থাকবে। জীবন কঠিন, আবার জীবন অনেক শান্তি। জীবনে ভয় পাওয়ার বা হতাশ হওয়ার কিছু নেই। জীবনে অনেক বাধা আসবে, আপনাকে সেই বাধা কাটিয়ে উঠতে হবে। জীবনের কোনও বিপদে ভয় পাবেন না, সবকিছু পিছনে রেখে এগিয়ে যান।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনাকে,হুম জীবন কোন সহজ নয়,জীবনের একেকটা ধাপ অনেক কঠিন,সে কঠিন ধাপ গুলো আমাদের অনেক বাধা অতিক্রম করে পার হতে হয়,,হতাশা আমাদের সফলতার আনে দিতে পারেনা।আত্নবিশ্বাস আর ধৈর্য আমাদের জীবন বদলায় দিতে পারে।

$ 0.00
3 years ago

খুব সুন্দর বলেছেন প্রিয়, জীবন কারো জন্য থেমে থাকে না, নিজের জীবনেকে নিজের মতো করে গুছিয়ে নিতে হয়, কারো আসায় বসে থেকে নিজের জীবনকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়াটা হচ্ছে বোকামি, জ্ঞানী লোকদের অনুসরণ করুন, দেখবেন জীবনটায় পাল্টে যাবে,

$ 0.00
3 years ago

যারা বোকা তারা অন্যের আশায় না গিয়ে পাথরের মতো স্থির হয়ে বসে থাকে ।জ্ঞানী লোক কখনো অন্যের আশায় বসে থাকে না সে নিজের রাস্তা নিজে খুঁজে বের করে নিজের সফলতা নিজেই শীর্ষ স্থানে নিয়ে যায়।অন্য কেউ কখনো আমাদের জীবন আমাদের মত করে গোছাতে পারবে না ,,বরং কেউ পারব না কারণ নিজের জীবন নিজে ছাড়া অন্য কেউ কখনো বুঝতে পারে না।

$ 0.00
3 years ago

হুম লাইফে অনেক বাধা অনেক কষ্ট আসতে পারে কিন্তু কখনো ভয় করবো না যতই দুঃখ আসুক না কেন মনকে শক্ত করে সামনে এগিয়ে জাবো মনে রাখতে হবে যত দুঃখ আসুক না কেন এর পরে সুখ আমাকে ধরা দিবে ধন্যবাদ সবাইকে সাপোর্ট করবেন

$ 0.00
3 years ago

সুখ-দুঃখের যোগফল হলো জীবন,শুধু জীবনে সুখ থাকবে সে রকম না, সবসময় সুখ থাকলে জীবনের আসল মানিটা আমরা বুঝবো,,তাই সুখের পাশাপাশি কষ্ট-ও থাকতে হবে।আর কষ্ট-পেলে হার মেনে নেওয়া ঠিক নয়,,আত্নবিশ্বাস রেখে জীবনের সকল সংকট অতিক্রম করতে হবে... আপনাকেও ধন্যবাদ মূল্যবান মতামতে জন্য,সবসময় পাশে থাকবেন।

$ 0.00
3 years ago