জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব।
"যুক্তিকে ত্যাগ করেছ যে ব্যক্তি, তার সঙ্গে যুক্তিসহ তর্ক করা আর মৃতকে ওষুধ দেয়ার ভেতরে ফারাক নেই। " ** "যারা আপনাকে অদ্ভুত অলীক কিছুতে বিশ্বাস করাতে পারবে,তারা আপনাকে দিয়ে যে কোনো নৃশংস কাজও করিয়ে নিতে পারে। "

** "ধর্মের বিকারেই গ্রিস মরিয়াছে , ধর্মের বিকারেই রোম লুপ্ত হইয়াছে এবং আমাদের দুর্গতির কারণ ধর্মের মধ্যে ছাড়া আর কোথাও নাই। "
                                                                                                     **   "অন্ধবিশ্বাস একটা পবিত্র ব্যাধি। "

** "জীবন তখনই স্বার্থক যখন তুমি জান যে তুমি কি করছ, কেন করছ, এবং কি উদ্দেশ্যে করছ, জ্ঞানহীন, কর্মহীন, উদ্দেশ্যহীন জীবন কেবল গবাদি পশুর জন্য, মানুষের জন্য নয়।"

** " ঈশ্বর বলতে কিছু নেই, একথা আবার আমার চাকরকে বলতে যেও না। সে আমাকে রাতের বেলা কোপ দিয়ে মেরে ফেলতে পারে।"-

" প্রতিটি গ্রামে যেমন একটি আলোর মশাল আছে: শিক্ষক, তেমনি সেই আলো নিভিয়ে দেবার মত একজন আছে: পুরোহিত। " ‎
" মানবসভ্যতার অগ্রগতির ক্ষেত্রে ধর্ম একটি ক্ষতিকারক অন্তরায়। ধর্ম আসলে অদৃষ্ট পণ্য বিক্রয়ের মত একটি ব্যাপার। " ‎
** " সকল পুরোহিত ভন্ড বা প্রতারক, অলৌকিক বলে দাবীকৃত সব বাণী বেসাতি মাত্র এবং প্রত্যাদেশ বা ঐশ্বরিক বাণী মানুষের উদ্ভব। "

** " যারা অন্ধকার ভয় পায়, তারাই বিভিন্ন ধর্মে বিশ্বাস করে। আমি অন্ধকারকে ভয় পাই না। "

** " মানুষ ধর্ম পালন করুক কিংবা না করুক, তাতে ধর্মের কচুও ছেড়া যায় না। কিন্তু মানুষ ধর্ম পালন না করলে ধর্ম গুরুদের অনেক কিছুই ছেঁড়া যায়।।"

                    -

** "সমস্ত ধর্মই মিথ্যা, আদিম যুগের কুসংস্কার। বিশ্বমানবতার এত বড় পরম শত্রু আর নেই।" ( পথের পাঁচালী)

" মানুষের নৈতিকতা র জন্য দরকার মানবিকতা, সহমর্মিতা, শিক্ষা আর সামাজিকতার। মানুষ যদি পরকালের শাস্তির কথা ভেবে নৈতিক হয়, সেই নৈতিকতার মধ্যে মহত্ত্ব কোথায় থাকে? " ‎
"যা সত্য, তাকেই সকল সময় সকল অবস্থায় গ্রহণ করবার চেষ্টা করবে। তাতে বেদই মিথ্যা হোক, আর শাস্ত্রই মিথ্যা হয়ে যাক। সত্যের চেয়ে এরা বড় নয়, সত্যের তুলনায় এদের কোন মূল্য নেই। জিদের বশে হোক, মমতায় হোক, সুদীর্ঘ দিনের সংস্কারে হোক, চোখ বুজে অসত্যকে সত্য বলে বিশ্বাস করায় কিছুমাত্র পুরুষত্বের কাজ।।।

"ধর্ম যে কি তাহা মানুষের জ্ঞানের অতীত এবং বর্তমান অবস্থায় ইহা জানিবার কোনও প্রয়োজন নাই।।
পরকালের প্রতি অবিশ্বাস থাকলে ইহকালে কখনই তুমি মানবিক হইতে পারে না। "

3
$
User's avatar
@Sraboni3632 posted 4 years ago

Comments

কথাগুলো সব সত্যি৷ ভালো লেগেছে

$ 0.00
4 years ago

জ্ঞান হলো মানব জীবনের সবচেয়ে মুল্যবান সম্পদ,জ্ঞানহীন মানুষ পশুর সমান,শুধুমাত্র উচচ শিক্ষিত হলে হয়না যথেষ্ট জ্ঞান ও থাকতে হবে।

$ 0.00
4 years ago