এক সময় একটা গ্রামে এক বৃদ্ধকৃষক ছিল।তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। ওনার ৫ টা ছেলে ছিল।৫ জন ছেলে ছিল অনেক দুষ্টু। তারা নিজেদের মধ্যে সব সময় ঝগড়া, মারামারি নিয়ে লেগে থাকত।তারা বাবা মায়ের কথা একদম শুনত না। তাই তিনি তাদেরকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেলেন।কি করবে কিছুই খোঁজে পাচ্ছিলেন না তিনি।একদিন তিনি চিন্তা করলেন ছেলেদের একটা পরিক্ষা করা যাক।

তাই তিনি ৫ টা খাটের লাঠি নিয়ে,তা দড়ি দিয়ে বেঁধে পেল্লেন।এবং ছেলে দের কাছে গেলেন। এবং সবাইকে বললেন এগুলা একসাথে ভাংতে।বাবার কথা মত ৫ ভাই চেষ্টা করল লাঠিগুলা একসাথে ভাং্গার জন্য। প্রতি জনে চেষ্টা করল কিন্তু কেও পারল না।সবাই ব্যর্থ হল।

এর দড়ি খোলে লাঠি গুলা একটা করে সবাইকে দিলে।তখন খুব সহজে তা ভেঙ্গে ফেলতে সক্ষম হয়েছে। তখন তিনি ছেলেদের বলেন,,তোমরা যদি নিজেদের মধ্যে সব সময় ঝগড়া করতে থাক।তোমাদের মাঝে বিরোধ সৃষ্টি হবে।তখন তোমরা একা হয়ে যাব।তখন শত্রুর আক্রমণে তোমরা সহজেই হেরে যাবে।আর যদি তোমরা সবার মাঝে একটা থাকে।তাহলে তোমাদের সহজে কেও পরাজয় করতে পারবেে না।তাই তোমরা সব সময় একে অপরের মাঝে ঝগড়া মারামারি করে বিরোধ সৃষ্টি করো না।

এই গল্প থেকে আমরা শিক্ষা পায়।আমাদের একটা থাকা খুব প্রয়োজন। যদি সামাজিক ভাবে বাঁচতে চাই তাহলে একতা অনেক বড় শক্তি।

দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।

এটা একটি চিরন্তন সত্য বানি। তাই আমরা একতা থাকব,এবং একটা সুন্দর সমাজ গড়তে সবাইকে একতা থাকা খুব প্রয়োজন।

5
$
User's avatar
@Sraboni3632 posted 4 years ago

Comments

You are right. In fact, if we go to do something alone, it is very painful for us. But if we do a lot of work together, we can do it very easily. As a result we get a very good benefit. Thank you so much for sharing this beautiful post with us.

$ 0.00
4 years ago

হ্যা প্রিয় তুমি সত্যি বলেছো। আসলেই আমরা যদি একা কিছু করতে যাই তাহলে সেটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়। তবে আমরা যদি অনেক জন মিলে একসাথে একটা কাজ করি সেটা আমরা খুব সহজেই করতে পারব। ফলাফল হিসেবে আমরা খুব ভালো একটা বেনিফিট পাবো।ধন্যবাদ প্রিয় তোমাকে এত সুন্দর একটি তথ্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। সবসময় ভালোবাসা রইল তোমার জন্য। ভালো থেকো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ।

$ 0.00
4 years ago

হ্যাঁ আপু আপনার সাথে আমি সহমত প্রকাশ করছি।দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।আমি একা যে কাজ করতে পারব না সে কাজটি যদি আমি দুজনে মিলে করি তাহলে কাজটি অনেক ইজি হয়ে যায়। এখানে পাঁচ ভাইয়ের যেভাবে মারামারি করছে একভাবে জিতার জন‍্য।তা বিফল গেল।বৃদ্ধ বাবা তাদের এককো কর বুঝিয়ে দিয়েছে।একা কাজ নয়।ভাইয়ে ভাইয়ে মিলনে কাজের প্রশার হয়। আরো কিছু আশা করছি।আমাদের সাথে ভাগা ভাগি করবেন।ধন‍্যবাদ

$ 0.00
4 years ago

দশে মিলে করি কাজ হেরে যেতে নাহি লাজ... প্রবাদটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন একা কোন কাজ করতে যাই কোন না কোন রকম দোষ,ত্রুটি করেই থাকি।কিন্তুু যখন দশে মিলে কাজ করবো তখন দেখবো খুব সহজে,আমরা আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারবো। তাই আমাদের একতা থাকা খুব দরকার, একতাই শুধু সমস্যা সমাধান করেনা বরং সমাজে সুন্দর পরিবেশ ঠিক করে।

$ 0.00
4 years ago