এই পৃথিবীতে ভালো-মন্দ , সৎ- অসৎ ,সত্যবাদী- মিথ্যাবাদী পাশাপাশি বিরাজ করে। তাই মানুষ চিনতে আমরা অনেক বেশি ভুল করে ফেলি।
3
$
@Moharani21
posted
4 years ago
Comments
আবেগি হওয়াটা অস্বাভাবিক নয়,, কারণ মানুষের কপালে তার লেখা থাকেনা কে ভালো কে খারাপ সেটা ,,তাই আমাদের চিনতে অনেক দেরি হয়ে যায়।
মানুষ চিনতে সময় নেয়া উচিত
কতটা সময় নেবেন আপনি ?আপনি যতই সময় নেন না কেন মানুষে চিনতে পারবো না ,,কারণ মানুষ নানা রূপ ধারণ করে কোন কোন রূপে আপনার সামনে আসবে আপনি বুঝতে পারবেন না।
তা অবশ্য ঠিক বলেছেন, মানুষ যেকোন বয়সে, যেকোন সময় বদলে যেতে পারে।
জ্বি তাই ,,,মানুষ চেনার চেষ্টা না করে নিজেকে সব সময় সচেতন হওয়া উচিত ।এবং নিজের দুর্বলতা কাউকে শেয়ার না করা উচিত।
হ্যাঁ খুব ভালো বলেছেন। একমত আপনার সাথে
আমরা শুরুতেই আবেগী হয়ে যাই, আবেগ দিয়ে মানুষকে পরিমাপের চেষ্টা করি। কিন্তু একসময় আমাদের ভূল ভেঙ্গে যায় যখন আমরা মানুষকে বিবেক দিয়ে বিচার করি......