শৃঙ্খলা জীবনকে সমৃদ্ধ করে। লোহা ও চুম্বকের রাসায়নিক উপাদান এক হলেও সুশৃঙ্খল আণবিক বিন্যাসের কারণে চুম্বকের রয়েছে আকর্ষণী শক্তি যা লোহার নেই।

3
$
User's avatar
@Moharani21 posted 4 years ago

Comments

জিবনের মূল্যবান একটা অংশ শৃঙ্খলা। যে শৃঙ্খলা বজায় রেখে চলবে তার জিবনে কোনো কষ্ট আসবে না। সে অনায়াসে সফলতা অর্জন করতে পারবে। অনেক সুন্দর একটা পোষ্ট।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। ঠিক বলছেন উশৃঙ্খল হয়ে কখনো জীবন সুন্দর ভাবে গঠন করতে পারেনা মানুষ, সুন্দর জীবন যাপনের জন্য শৃঙ্খলাবোধ খুব বেশি প্রয়োজন।

$ 0.00
4 years ago

জীবনে শৃঙ্খলার গুরুত্ব অনেক, শৃঙ্খলার মধ্যে থেকে জীবনে সফলতা নাগাল পাওয়া সহজতর হয়৷ পোস্টটা পড়ে ভালো লাগলো।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য,আসলে সুন্দর জীবনযাপন করার জন্য শৃঙ্খল খুবই দরকার,না হলে সমাজে সবার ঘৃণার পাত্র হয়ে বাঁচতে হবে।

$ 0.00
4 years ago

মতামতের মিল আছে জেনে খুশি হলাম, অনেক ধন্যবাদ আপনাকে। পাশে থাকবেন সব সময়

$ 0.00
4 years ago

অবশ্যয়, আপনিও পাশে থাকবেন সবসময়

$ 0.00
4 years ago

ইনশাআল্লাহ

$ 0.00
4 years ago

ধন্যবাদ,হুম সফলতা অর্জন করার জন্য শৃঙ্খলা বোধ অর্জন করতে হবে সবার আগে।

$ 0.00
4 years ago

একমত

$ 0.00
4 years ago

ধন্যবাদ

$ 0.00
4 years ago

👍👍

$ 0.00
4 years ago