কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না
Comments
সহমত,মানুষ নিজের উপর আত্ননির্ভশীল হারিয়ে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকে যার ফল প্রসূতি খারাপ হয় সবসময়।
এমনতো হাজার জন তবুও আস্থায় বাচে মানুষের জীবন 😇
কি আর করার মানুষ তো আত্ননির্ভশীল থেকে বেশি পরনির্ভরশীল হয়ে বাঁচতে পছন্দ করে।কারো প্রতিটা এতো বেশি নিভর্রশীল হওয়া ঠিকনা,মাঝ পথে ছেড়ে দিলে নিজেকে নিংশ্বাস হতে হয়।
মানুষ একা কখনোই থাকতে পারে না।প্রত্যেকটা মানুষই পরনির্ভরশীল।বিশ্বাস নামক শব্দটা যেদিন পৃথিবী থেকে মুছে যাবে সেদিন হয়তোবা মানুষ নিজেকে নিয়ে নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিবে।
বিশ্বাস আছে বলে পৃথিবীটা এতো সুন্দর।
যাক, আমি তেমন না।আমি মানুষকে নিজের মতো করে নিবো।
এমন না হলে তো ভালো,এমন মানুষগুলো জীবনের শেষ প্রান্তে গিয়ে অনেক বেশি প্রস্তাবে কেনো অন্যের ক্ষতি করে গেলো সারাজীবন, কেনো নিজের স্বার্থের অন্যের জীবন তার কাছে মূল্যহীন ছিলো সেটা ভেবে।
হুম, অনেক সময় তা হয়।কিন্তু আমি আমার নিজের স্বার্থের অন্যের জীবন নিয়ে এমন কাজ কখনো করি নাই, আর করবোও না।
এমন না করে থাকতে পারাটাই হলো একজন প্রকৃত মানুষ।
ধন্যবাদ সুন্দরি।
am i not a sundore,i am a simple girl
every girl's are beautiful
Right
হাতের পাঁচটা আঙ্গুল যেমন পাঁচ রকম থেকে মানুষের মধ্যে অবস্থিত পাঁচ রকম কেউ আস্তা রাখতে পারে কেউ রাখতে পারেনা। মানুষ নিজেরাই পরজীবী জীবন কাটায়। যেখানে জীবনটাই অবস্থায় সেখানে অন্যের উপর আস্থা রাখাটাও অন্যায়।