মাঃ ছেলে আমার এখনও ছোটই আছে।
বাবাঃ আগে উপার্জন কর; এখন বিয়ে করলে লোকে কী বলবে ?
বড় ভাই/আপুঃ বিয়ের কথা বলতে লজ্জা লাগে না?
সমাজ : আগে প্রতিষ্ঠিত হও, তারপর বিয়ে করো।
রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -ঃ তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে, সে যেন বিয়ে করে। কেননা, বিয়ে তার দৃষ্টিকে নিম্নমুখী রাখতে সাহায্য করবে এবং তার লজ্জাস্থান রক্ষা করবে...(বুখারি)
"যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসা কোন মুসলিম যুবকের দীন এবং ব্যবহার (চরিত্র) তোমাকে সন্তুষ্ট করে তাহলে তোমার অধীনস্থ নারীর সাথে তার বিয়ে দাও। এর অন্যথায় হলে পৃথিবীতে ফিতনা ও মহাফাসাদ ছড়িয়ে পড়বে।” (আল-তিরমিযি)
‘‘যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টিলাভের উদ্দেশ্যে কিছু দান করে, কিছু দেওয়া হতে বিরত থাকে,কাউকে ভালোবাসে অথবা ঘৃণা করে এবং তাঁরই সন্তুষ্টি লাভের কথা খেয়াল করে বিবাহ দেয়, তার ঈমান পূর্ণাঙ্গ ঈমান।" (মুসনাদে আহমদ,হাকেম,বাইহাকী, তিরমিযী, ২০৪৬)
দুনিয়ার সব কিছুই (ক্ষণস্থায়ী) সম্পদ, তবে সব সম্পদের তুলনায় সতী-সাধ্বী রমণীই হলো সর্বোত্তম সম্পদ। (মুসলিম)
আল কুরআন (সূরা নূরঃ৩২)-ঃ তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
Comments
ঠিক বলেছ প্রিয়, এটার জন্য আমাদের সমাজ দেই। আমাদের সমাজ বদলাতে হবে আমাদের মন মানসিকতা বদলাতে হবে,আমাদের দৃষ্টিকোণ বদলাতে হবে তাহলে আমরা সবাই শরীয়ত মতে চলতে পারব যা সামর্থ আছে, বিয়ের বয়স হয়েছে আল্লাহ তার উপর দিয়ে বারিশ দিয়েছে, তাকে বিয়ে বাধ্যতামূলক করতে হবে যার বিয়ের বয়স হয় নাই তার বিয়ে করার কোন দরকার নাই।এতে নিজের আত্মীসম্মান কনন হয়। সমাজ বদলালে সব ঠিক নিজের ব্যক্তিত্বকে পরিবর্তন করতে হবে অন্যকে উৎসাহিত করতে হবে তাহলে সমাজ বদলিয়ে ইসলামের দৃষ্টিতে এগিয়ে যাবে বহুদূর।❤❤❤❤
জ্বী
ধন্যবাদ হাদিস উপস্থাপন কারার জন্য, আর দোয়া করি সামনে যেন আপনার বিয়ে হয়ে য়ায়।😊
😊😊😊সুম্মা আমিন।আপনার দোয়া যেনো কবুল হয়। ধন্যবাদ।দোয়া করার জন্যও ধন্যবাদ
ধন্যবাদ হাদিসগুলো উপস্থাপন করার জন্য৷অনেকেই এসব হাদিস সম্পর্কে জা নে না
ধন্যবাদ প্রিয়।আমি নিজেইও ব্যাক্তিত্ব ভাবে প্রচুর হাদিসের বই পড়ি।হাদিসের দলিল সহ থাকে এমন হাদিস পড়ি।আর জানি কত কিছু সহজ করে দিয়েছে আল্লাহ্ আমাদের জীবনের জন্য।আপনার মন্তব্য জন্য আবারও ধন্যবাদ ❤❤❤
আপনাকে স্বাগতম৷ মাঝে মাঝে এরকম হাদীস পোস্ট করবেন৷ তাহলে আমরাও কিছু জানতে পারবো
ধন্যবাদ প্রিয়। এত সুন্দর একটি হাদীসে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমি এটা সম্পর্কে অবশ্য আগেই শুনেছিলাম। আজ তোমার থেকে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারলাম। তোমার জন্য রইল অফুরন্ত ভালোবাসা এগিয়ে চলো। আর আমাদেরকে আরো এরকম যৌক্তিক হাদিস উপহার দাও। যাতে আমরা এই সম্বন্ধে আরও নতুন রকমের তথ্য পাই।
আমি ও আনন্দিত আপনার মন্তব্য পড়ে। আমি চাই আমাদের জীবনে সহি হাীস সম্পর্কে সবাই জানুক।তাই আপনাদের সাথে ভাগা ভাগি করি কিছু চা।পাশে থাকবেন আরো যেনো জানাতে পারি❤
হ্যাপি অবশ্যই পাশে আছি সব সময়। তুমিও থেকো।
ইনশাআল্লাহ ❤
একটি গুরুত্বপূর্ণ পোস্ট করার জন্য ধন্যবাদ
আপনাকে ও আন্তরিক আনন্দ।
সত্যি কথাগুলো খুবই সত্যি,আমাদের সমাজে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে যাচ্ছে। শরিয়ত না মেনে যাদের বিয়ে করার মতো সামর্থ্য এখনো হয়নি তারা বিয়ে করে নিতেছে,আবার অনেকে যাদের সামর্থ্য থাকার সত্বে ও বিয়ে করছেনা।