ঔদ্ধত্য ও অহংকারের কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছিলো। খেয়াল রাখবেন এই কারণগুলো যেন আপনার জান্নাতে ঢোকা থেকে বঞ্চিত হবার কারণ না হয়।
3
$
@Moharani21
posted
4 years ago
Comments
সহমত, অহংকারী রা সবার চেোখে সবসময় খারাপ থাকে,তাদের কেউ ভালোবাসেনা তারা কারো প্রিয় হতে পারেনা। তাই অহংকার পতন করতে হবে।
আল্লাহ অহংকার মুক্ত জীবন কাটানোর তৌফিক দিন
আমিন
❤👍
অহংকারীকে আল্লাহর পছন্দ করেনা। আমাদের এমন কিছু করা উচিত যে এই কর্মজীবনে সুস্থভাবে সঠিকভাবে পালন করা ফলে সাফল্যের কাঠি দিয়ে উপরে উঠতে পারে উচ্চমানের অহংকারী নয় মানুষ পরস্পরের সম্মানে জান্নাতের পথ।
মোট কথা অহংকার যারা করবে পতন তাদের হবেই....
অহংকার পতনের মূল৷ আমাদের সবার অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত৷ নতুবা অহংকার একদিন সব শেষ করে দেবে
সহমত...ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
অহংকার পতনের মূল৷ অহংকারীকে আল্লাহর পছন্দ করেনা। আমাদের সবার অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত৷