অজ্ঞদেরকে মৃত্যুবরণ করার পূর্বেই মৃত অবস্থায় কাল যাপন করতে হয় এবং সমাধিস্থ হবার পূর্বেই তাদের শরীর কবরের আঁধারে সমাহিত; কেননা তাদের অন্তর মৃত, আর মৃতের স্থান কবর।
Comments
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য,ঠিকই বলছেন শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে আমরা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারিনা,,কিছু কিছু শিক্ষা আমরা পরিবার, প্রিয়জন ও সমাজ থেকে পেয়ে থাকি যেগুলো আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকেও অনেক বেশি জ্ঞানী করে তুলে।
সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে, মনুষ্যত্ব বিকাশের মাধ্যমে একটা সুন্দর
জীবন মানে হলো প্রকৃত জ্ঞান অর্জন করা,,জ্ঞানীদের কখনো মৃত্যু হয়না,তারা আজীবন মানবের মনের মনি কোঠাণ স্মরণ হয়ে থাকেন।
যথার্থই হয়েছে।সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে, মনুষ্যত্ব বিকাশের মাধ্যমে একটা সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসে 😇
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য,আসলেই ঠিক বলছেন, বেঁচে থাকার জন্য একজন ব্যক্তির মনুষ্যত্ব টা খুবই দরকার,,, যে ব্যক্তি মনুষ্যত্ব নাই পশুর চেয়ে অধম,,
জ্ঞানী আমরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে হতে পারি না। এই বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের পারিবারিক ও সামাজিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। মুবারকবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করার জন্য।