অজ্ঞদেরকে মৃত্যুবরণ করার পূর্বেই মৃত অবস্থায় কাল যাপন করতে হয় এবং সমাধিস্থ হবার পূর্বেই তাদের শরীর কবরের আঁধারে সমাহিত; কেননা তাদের অন্তর মৃত, আর মৃতের স্থান কবর।

13
$
User's avatar
@Moharani21 posted 4 years ago

Comments

জ্ঞানী আমরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে হতে পারি না। এই বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের পারিবারিক ও সামাজিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। মুবারকবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করার জন্য।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য,ঠিকই বলছেন শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে আমরা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারিনা,,কিছু কিছু শিক্ষা আমরা পরিবার, প্রিয়জন ও সমাজ থেকে পেয়ে থাকি যেগুলো আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকেও অনেক বেশি জ্ঞানী করে তুলে।

$ 0.00
4 years ago

সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে, মনুষ্যত্ব বিকাশের মাধ্যমে একটা সুন্দর

$ 0.00
4 years ago

জীবন মানে হলো প্রকৃত জ্ঞান অর্জন করা,,জ্ঞানীদের কখনো মৃত্যু হয়না,তারা আজীবন মানবের মনের মনি কোঠাণ স্মরণ হয়ে থাকেন।

$ 0.00
4 years ago

যথার্থই হয়েছে।সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে, মনুষ্যত্ব বিকাশের মাধ্যমে একটা সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসে 😇

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য,আসলেই ঠিক বলছেন, বেঁচে থাকার জন্য একজন ব্যক্তির মনুষ্যত্ব টা খুবই দরকার,,, যে ব্যক্তি মনুষ্যত্ব নাই পশুর চেয়ে অধম,,

$ 0.00
4 years ago