তুমি পানির মত হতে চেষ্টা কর, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরী করে নেয় ।পাথরের মত হয়োনা, যে নিজে অন্যের পথরোধ করে |

10
$
User's avatar
@Moharani21 posted 3 years ago

Comments

হ্যা,ঠিক বলেছেন,আমরা যদি নিজেদের পথ নিজেরাই সুগম করতে পারি তবে আমাদের আর অন্যের কাছে হাত পেতে দাড়াতে হবেন্,নিজের জীবনকে নিজেরই হড়ে তুলতে হবে,যদি অন্যের সাহায্যের জন্য বসে থাকি তবে আমরা সমাজের বোঝার কারন হবো,তাই সবাইকে বলছি পানি যেমন নিজের পথ নিজেই তৈরি করে তেমনি আমাদেরও নিজের পথ নিজেরই তৈরি করতে হবে!

$ 0.00
3 years ago

পৃথিবীতে কেউ কারো নয় তাই অন্যের উপর ভরসা করে বসে থাকা ঠিক নয় । নিজের সফলতা রাস্তা নিজেকে খুঁজে বের করতে হবে,, অন্য করে খুঁজে বের করে দিবে না ।নিজের উপর আত্মবিশ্বাস, ধৈর্য রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে অন্য কারো ওপর ভরসা করে পাথরের মতো স্থির না থেকে পানির মতো এগিয়ে যেতে হবে তাহলে জীবনে সফলতা কেউ আটকাতে পারবেনা।

$ 0.00
3 years ago