হে প্রেম -- হে অসীম, গ্রহন করি তোমাকে অনুভবে, স্বত্তার অনুতে বিন্দুতে চুম্বকের মতো মিশে যাচ্ছে তোমার মদ, হরিৎ আভা। আমার অনন্ত‌-আঁধারে আজ তোমার ঝলমল শুভ্রশিহরণ; তোমার রতিক্রীড়ায়, সার্বভৌম হয়ে যায় সমস্ত অখিল।

জীবন তো প্রেমের আধার; প্রেম বিনে উদ্ধার নেই ...

সবুজ সজনে শাখে, যে সুরে গেয়ে যায় ভোরের পাখি; যে ফুল ফোটে ওঠে প্রত্যুষে, আলোর উল্লাসে ভাঙনের কূলে; সবুজ তৃণলতা নিজ অক্ষে ধরে রাখে, বিরাট সূর্যকে আপন মহিমায়।

সে'তো চক্রনাভি। সে'তো চক্রবাকে, সুষমপ্রেম অরম্ভণ।

বাতাসে ভেসে বেড়ায় গুঞ্জন; আত্মার অভিলাষ। অঙ্কুরোদগম। নীরবে গেঁথে যায়, পুনর্জাগরণের সবুজ শেকড়, উদ্বাস্তু শিবিরে। বেঁচে আছেন এখন‌ও এজরা পাউন্ড, এলিয়ট মরে যায়।

1
$
User's avatar
@mahmudakter posted 3 years ago

Comments