বিয়ের কাবিননামার সাথে সংযুক্তি হিসেবে আপনারা অফসেট পেপারে আরও কিছু চুক্তি রেখে দিতে পারেন। কাবিননামার চাইতে ওই চুক্তিগুলো বিয়ের পর সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করবেঃ
১। রাত বিরাতে হুটহাট টং দোকানের চা খাইতে মন চাইলে যেনো হাত ধরে বের হয়ে পড়তে পারি
২। এক্স-বক্স/প্লে স্টেশনে গেম খেলার সময় যেনো ডিস্টার্ব দেওয়া না হয়
৩। বিছানার ডান/বাম সাইডে শোবো আমি
৪। মশারি আমি টাঙাবো না
৫। যেদিন আমি পাঞ্জাবি/শাড়ি পরে কোথাও যাবো সেদিন আমার সাথে গেলে অবশ্যই শাড়ি/পাঞ্জাবি পরতে হবে
৬। একসাথে বই-সিনেমা নিয়ে আড্ডা দিতে হবে
৭। সামর্থ্যের মাঝে ঘোরাঘুরি করতে হবে (অতি-অবশ্যই)
৮। রান্নায় সাহায্য করবো/করতে হবে
৯। “কি হইছে” এর উত্তর কখনোই “নাহ কিছু না, বাদ দাও” হওয়া যাবেনা। অবশ্যই যা হইছে তা-ই সরাসরি বলতে হবে
১০। ফেসবুকের পাসওয়ার্ড চাওয়া যাবে/যাবে না। :D
আরও অনেক কিছু আছে। আপনারা অ্যাড করতে থাকুন। এইতো এইরকম কিছু ভ্যানগার্ড পয়েন্ট অবশ্যই স্বাক্ষরসহ নিয়ে নিবেন। কাবিননামার অস্তিত্ব অল্পদিন পরেই হারায়ে যায় কিন্তু এই অফসেট পেপার লেমিনেট/বাঁধাই ঘরে বেডরুমে টাঙায়ে রাখা যাবে!
সেম ইচ্ছা।কারন এসব শর্ত গুলা থাকলে অনায়াসে সংসারে সুখ আসে।বাট ছেলে টা জেন ম্যাচুয়েড হয় কারন ছেলের ভিতর যদি ম্যাচুরিটি না থাকে তাহলে ওই ছেলে এই শর্ত গুলার মর্ম বুঝবেনা।এই শর্ত গুলার মধ্যে জে মিষ্টি একটা ভালোবাসা আছে সেটা সে জীবনে ও ফিল করতে পারবেনা।তাই আগে ছেলে যাচাই তারপর শর্ত।ধন্যবাদ।