২০১০-২০১৯

অসাধারণ একটি দশক শেষ হচ্ছে।

• স্কুল পেরিয়ে কলেজ • কলেজ পেরিয়ে ভার্সিটি • বাটন ফোনের ফেসবুকিং থেকে ফেসবুক লাইভ • হুমায়ূন আহমেদ থেকে প্রয়াত হুমায়ূন আহমেদ • নিরাপদ সড়ক আন্দোলন • গেইম অব থ্রোন্স সিজন ১ থেকে ফাইনাল সিজন ৭ • এল ক্লাসিকোতে মেসি - রোনালদোর মুখোমুখি খেলা। • ২০১০ এর ভোর ৫ টায় ঘুম থেকে উঠা থেকে ২০১৯ এ ভোর ৫ টায় ঘুমোতে যাওয়া। • নিচে নেমে খেলতে আয় থেকে গেইমে আয়। • মাগরিব এর সাথে সাথে বাসায় ফেরা থেকে অনিশ্চিত সময়ের জন্য একা দেশের বাইরে চলে যাওয়া। • অনেক ছুটির ডিসেম্বর থেকে এক্সামে জর্জরিত ডিসেম্বর। • তিন মাস শীত থেকে জাস্ট তিন সপ্তাহ শীত। • মাশরাফির বিদায়। • স্কুল লাইফের বন্ধু থেকে ভার্সিটির ফ্রেন্ড। • বাবা মা এর সাথে ঘুরতে যাওয়া থেকে বন্ধুদের নিয়ে ট্যুরে যাওয়া। • আইয়ুব বাচ্চু থেকে প্রয়াত আইয়ুব বাচ্চু। • একজন আয়রন ম্যান আছে থেকে একজন আয়রন ম্যান ছিলেন। • শুক্রবার মানে ছুটির দিন থেকে শুক্রবার মানে অনেক ব্যস্ততা। • টিউশন টিচারের কাছে পড়া থেকে নিজে টিউশনি করানো। • রসআলো পড়ার জন্য প্রথমআলো কেনা থেকে পুরোনো রসআলো pdf পড়া। • ছোট্ট কিউট আমি থেকে বিশাল বিদঘুটে আমি। • একা থাকতে ভয় পাওয়া থেকে একা থাকতেই ভালোলাগা।

দশটা বছরে পরিবর্তন ঘটেছে এমন হাজারো ব্যাক্তিগত, পারিপার্শ্বিক উপাদানের।

খুব ভাগ্যবান একটি প্রজন্ম বড় হচ্ছে এত এত স্মৃতি নিয়ে। ভালোলাগা, খারাপলাগা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।

এই দশকের যে কজন প্রিয় মুখ শুরু থেকে এখন অবদি আছেন তারা যেন পরের দশকেও থাকেন সেই প্রত্যাশা করছি।

দশকের পর দশক পেরিয়ে বুড়ো হয়ে যাবো একসময়। শেষ বিকেলে জানালার পাশে বসে সূর্যের পরাজিত সাম্রাজ্যে আশেপাশে ছেলেমেয়েদের ডেকে শোনাবো এসব গল্প।

6
$
User's avatar
@sumaiyakter posted 4 years ago

Comments

২০১০-১৯ একটি ঘটনাবহুল দশক ছিল। আশা করি গত দশকের থেকে এই দশক আরো সুন্দর আর ভালো কাটবে সবার।আরো সুন্দর হবে আমাদের পৃথিবী এই দশকে।

$ 0.00
4 years ago

হুম আপু আমার আপনার আমাদের সবার এটা প্রত্যাশা। আমরা ভালোভাবে বাঁচতে চাই।এইভাবে আর কত?

$ 0.00
4 years ago