আমার লেখা ৪৫ তম কবিতা ... সবাই শুধু বাহির দেখে, কেউ ভেতর দেখেনা।
টাকা না থাকলে কেউ ভালবাসে না।
এমন কোনো ধনীর দুলালি আছে, ঘুরে গরিব ছেলের পাছে,
মেয়েরা ত অনেক ভাল, মাঝে মাঝে যদিও কালো। তবুও তারাও খুজে, তাদের চেয়ে অধিক ভালো।
তা না হলে প্রেম করে না, কেউ কারো হাত ধরে না।
বিয়ের কথা কি বলব ভাই, লজ্জায় মাথা হেড হয়ে যায়।
সব মেয়েরা খুজে শুধু, পয়সাওয়ালা জামাই। আছে যার ভুরিভুরি টাকা পয়সা কামাই।
ছেলেদের আবার অন্য স্বভাব, যদিও থাকে মেয়ের অভাব। তবুও বিয়ে করবে।
কিন্তুু চেহারাটা ভাল হতেই হবে, তবেই হাতটা ধরবে।
কেন? কালোরা কি পাপ করেছে, করতে চায় না কেউ বিয়ে।
যদিও বিয়ে হয়, অনেক টাকা পয়সা দিয়ে।
কালোদের মন ভালো, তা নাহি কেউ বুঝে। সবাই শুধু টাকা পয়সা, সোনা দানা খুজে।।
কোনকিছু ভুল হলে মাফ করে দিবেন
6
$
@Ariyan2020
posted
4 years ago
ashole kalo porsha,dhoni ghorib agula fact na valobashatai hocce ashol..but onk meye ace tar nijer chaiteo priyo manushta k khub besi valobashe,but familyr jonno sob kichu bishorjon dey..