বাংলাদেশীরা historতিহাসিকভাবে বিভিন্ন জাতি এবং জাতীয়তার বংশধর। অস্ট্রো-এশিয়ান জাতি প্রথমে এই অঞ্চলে বাস করেছিল তার পরে দ্রাবিড় এবং আর্যরা। তিব্বত এবং মায়ানমার থেকেও মঙ্গোলিয়ানদের আগমন ঘটেছিল। আরব মুসলমানরা খ্রিস্টীয় নবম শতাব্দীর প্রথম দিকে এখানে আসতে শুরু করে। পার্সিয়ান, আর্মেনীয়, তুর্কি, আফগান এবং শেষ পর্যন্ত মোগলরা একের পর এক উত্তরাধিকার সূত্রে এসেছিল।

১৯৯১ সালের আদম শুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা হল ১১১.৫ মিলিয়ন জনসংখ্যা যেখানে বর্গকিলোমিটারে গড় ঘনত্ব 75৫৫ জন। এটি দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। Ditionতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, অন্যান্য ধর্মের অনুসারীরা পূজার সম্পূর্ণ স্বাধীনতা উপভোগ করে। অর্থনীতি মূলত কৃষিনির্ভর। সম্প্রতি দেশের উপলব্ধ প্রাকৃতিক সম্পদ এবং জনশক্তিকে কাজে লাগিয়ে শিল্পায়নের এক প্রসার ঘটেছে। ব্যবসা-বাণিজ্য বাড়ছে ও প্রশস্ত হচ্ছে। বাংলাদেশ সমৃদ্ধ সাংস্কৃতিক heritageতিহ্য এবং .তিহ্যের একটি ভাণ্ডার।

5
$
User's avatar
@Earnmoney posted 4 years ago

Comments

খুব গুরুত্বপূর্ণ ট্রপিক।বাংলাদেশে নানা ধরনের জাতি বসবাস করার কারনেই আমরা এখন মিশ্র জাতিতে পরিনত হয়েছি।সাধারনত আমরা দেখি কোন দেশের মানুষ একদম কালো,আবার কোন দেশের মানুষ একদম ফর্সা। বাট আমদের দেশে সব রং এর মানুষ আছে।কারন আমাদের দেশ নানান জাতির মানুষ শাসন করেছিলো।ধন্যবাদ এত ভালো একটা ট্রপিক নিয়ে আলোচনা করার জন্য।যদিও আমি ইতিহাসের স্টুডেন্ট বাট এত কিছু জানা ছিলোনা।আজ অনেক কিছু শিখলাম।

$ 0.00
4 years ago

Sumaiyakter amader fb grp ase sobai sobar post e like cmmnt kore earn kori add hoile janaben.

$ 0.00
4 years ago