—অক্ষমতা
পারবোনা তো দিতে এই আকাশটা
পারবোনা তো দিগন্ত জুড়ে মাঠ
পারবোনা তো দিতে এই সাগরটা
আমি অপারগ
দিতে পারবো আমি তোমায়
আমার চোখের পানি
দেখাতে পারবো আমার দুঃখ খানি
দেখবে কি আমার দুঃখ?
এ ছাড়া যে আমার কাছে আর তো কিছু নাই
ভালোবাসা যে ফুরিয়ে গেছে আমার অন্তরায়।
—অক্ষমতা পারবোনা তো দিতে এই আকাশটা পারবোনা তো দিগন্ত জুড়ে মাঠ পারবোনা তো দিতে এই সাগরটা আমি অপারগ দিতে পারবো আমি তোমায় আমার চোখের পানি দেখাতে পারবো আমার দুঃখ খানি দেখবে কি আমার দুঃখ? এ ছাড়া যে আমার কাছে আর তো কিছু নাই ভালোবাসা যে ফুরিয়ে গেছে আমার অন্তরায়।