আমি যতবার ভালোবেসেছি ঠিক ততবার ঠকেছি। কখনো প্রিয় মানুষের কাছে, কখনো পরিবারের কাছে, কখনো বন্ধুমহলে। কিন্তু আমি হতাশ হইনি বরং বাস্তবটা চিনতে শিখেছি।
আমি যতবার কাছে যেতে চেয়েছি ঠিক ততবার আমাকে দূরে ঠেলে দিয়েছে। আমি সেই দূরত্বকে মনে ঠাই দেইনি বরং একলা চলতে শিখেছি।
আমি যতবার তাদের বিশ্বাস করেছি ঠিক ততবার আমি অবিশ্বাসের সাগরে ডুবেছি। সেই অবিশ্বাসের আঘাতকে আঁকড়ে ধরে কাঁদিনি বরং নিজেকে শক্ত করেছি।
আমি যতবেশি কেয়ার করেছি ঠিক তার দিগুণ ভয়াবহ অবহেলা পেয়েছি। কিন্তু কষ্ট পেয়ে।নিজেকে শেষ করিনি বরং সরে এসেছি।
কাদের জন্য কষ্ট পাবো?
চোখের জল ফেলবো হতাশ হবো?
যারা কখনো আমাকে চায়নি।
তাইতো আজ খোলা আকাশে প্রাণ ভরে শ্বাস নিতে পারি। কারন আমার কোনো দুঃখ নেই। আমি একজন সুখি মানুষ।
আমি যতবার ভালোবেসেছি ঠিক ততবার ঠকেছি। কখনো প্রিয় মানুষের কাছে, কখনো পরিবারের কাছে, কখনো বন্ধুমহলে। কিন্তু আমি হতাশ হইনি বরং বাস্তবটা চিনতে শিখেছি।
আমি যতবার কাছে যেতে চেয়েছি ঠিক ততবার আমাকে দূরে ঠেলে দিয়েছে। আমি সেই দূরত্বকে মনে ঠাই দেইনি বরং একলা চলতে শিখেছি।
আমি যতবার তাদের বিশ্বাস করেছি ঠিক ততবার আমি অবিশ্বাসের সাগরে ডুবেছি। সেই অবিশ্বাসের আঘাতকে আঁকড়ে ধরে কাঁদিনি বরং নিজেকে শক্ত করেছি।
আমি যতবেশি কেয়ার করেছি ঠিক তার দিগুণ ভয়াবহ অবহেলা পেয়েছি। কিন্তু কষ্ট পেয়ে।নিজেকে শেষ করিনি বরং সরে এসেছি।
কাদের জন্য কষ্ট পাবো? চোখের জল ফেলবো হতাশ হবো?
যারা কখনো আমাকে চায়নি।
তাইতো আজ খোলা আকাশে প্রাণ ভরে শ্বাস নিতে পারি। কারন আমার কোনো দুঃখ নেই। আমি একজন সুখি মানুষ।