. . ✈আশার প্রদীপ ✈ . . পর্ব-৩ . . লেখক-রবিউল ইসলাম ফাহাদ . . পরের দিন আমি সিধান্ত নিলাম আমি মনিপুর গ্রামে যাবো।আমার মাকে খুজতে জানি না কিভাবে আছে আমার মা।আজ থেকে ১৫ বছর আগে আমি চলে এসেছিলাম মনিপুর গ্রাম।মনিপুর গ্রামে আমার নানা বাড়ি। যেই গ্রামটি ছিলো মাসকাটা গ্রাম এর পাশে ই। । বাবা তার শাস্তি পেয়েছে।হয়ত একটু বেশি ই পেয়েছে।শেষ সময়ে বিনা চিকিৎসাতে মারা গেছে।যেই মহিলার জন্য বাবা আমার মাকে বাসা থেকে বের করে দিয়েছিল।সেই মহিলাই বাবাকে বাসা থেকে বের করে দিছে। । এখন হোটেল এ সব কিছু গুছ করে একটা ব্যাগ নিয়ে বের হয়ে গেলাম মনিপুর গ্রামের উদ্দেশে। মাকে নিয়ে চলে আসব।আমেরিকা চলে যাবো আমার মাকে নিয়ে। । বাসে উঠে বাসের ছিটে বসে পরলাম।বাস চলতে শুরু করল।বাসে বসে ভাবতে লাগলাম আমার অতিত। । (অতিত)--- । বাবা যখন আমাকে আর মাকে বাসা থেকে বের করে দেয় সেদিন রাতে বেলা। মা আমাকে নিয়ে মনিপুর গ্রামে আমার মামা বাড়ি চলে আসে।এসে মামাকে সব কিছু খুলে বলে।কিন্তু মামা কিছু করতে পারবে না।কারন আমার বাবার অনেক টাকা আর তার মাসকাটা গ্রামে অনেক প্রভাব। । আমার দিন কাটতে লাগল মামা বাড়ি তে।আসলে আমার মায়ের এক বড় ভাই।আর আমার মামাই হলো তার সংসারের প্রধান কর্তা।মামা আমাদের অনেক ভালোবাসত। । মামা আমার বাবার কাছে অনেক বার গিয়েছিল।কিন্তু কোনো লাভ হয় নি।বাবা মামাকে দূর দূর করে তারিয়ে দিয়েছিল।শেষে বাবা মাকে ডিভোর্স দিয়ে দেয়।সেইদিন মা অনেক কেদেছিল।আমিও মায়ের সাথে কান্না করেছিলাম।আসলে মা কান্না করলে আমিও কান্না করতাম। । এভাবে ২টা মাস কেটে গেলো। এর মদ্ধে আমি আর মা আমার মামির চোখের শুল হয়ে গেলাম।আসলে মামি আমাদের সহ করতে পারত না।মামার একছেলে এক মেয়ে ছিল।মামার ছেলে কিছু হলেই আমাকে মারত।মামি অনেক কথা বলত আমার মাকে।মা কিছু বলত না।শুধু রুমে কান্না করত।আসলে নানা মারা জাবার পরে মামাই নানার সব কিছু দেখাশুনা করত মামার ছোটো একটা দোকান ছিলো।সেই দোকান দিয়ে সবার খরচ সামলানো অনেক কষ্টকর। । আমার মায়ের চেহারা অনেক সুন্দর ছিলো।তাই মায়ের বিয়ের জন্য অনেক প্রস্তাব আসত।কিন্তু মা আমার জন্য বিয়ে করতে রাজি হচ্ছিল না।আমার মায়ের বিয়ের প্রস্তাব দিলেও আমাকে নিতে অসিকার করত।তাই মা বিয়ে করতে রাজি হচ্ছিল না। । একদিন এক বুড়া লোক আমার মাকে বিয়ে করার কথা জানালো।এবং সে আমার খরচ বহন করবে।আমাকে তার ছেলে হিসাবে মানুষ করবে। । লোকটি আর একটি বিয়ে করেছিলো।তার প্রথম স্ত্রী র ৩ সন্তান ছিলো।৩ জন ছেলে।।। । আমার মা রাজি হচ্ছিল না।মামি যে আমাদের সাথে খারাপ আচারন করত সেই কথা মামাও জানত।কিন্তু কিছু বলতে পারত না।তাই আমার মাকে বলে রাজি করল। । মায়ের আবার বিয়ে হলো।সব কিছুই নতুন।আমি নতুন পরিবেশে আসলাম। আসলে মাকে যেই লোকটি বিয়ে করেছিল তার নাম নুর মোহাম্মাদ। লোকটা অনেক ভালো ছিলো।সে আমাকে অনেক ভালবাসাত। । আমি আবার স্কুলে জাওয়া শুরু করলাম।জীবনটা আবার সাভাবিক হয়ে জেতে লাগল।অনেক ভালো ভাবেই কাটছিল।আমি নুর মোহাম্মাদকে বাবা বলেই ডাকতাম।।।।।সে আমাকে যে এতো ভালোবাসত এই সব বাবার ২য় স্ত্রী আর তার ছেলেদের একদম ই ভালো লাগছিলো না।কিন্তু তারা কিছু বলতেও পারছিল না।কারন বাবা অনেক রাগি মানুষ ছিলো।সে সব সময় তাদের রাগের উপরে রাখত।।।।আমার দিন অনেক ভালো জাচ্ছিল।আমি মা বাবা সবাই মিলে অনেক সুখে ছিলাম।এভাবে ২টা বছর কেটে গেলো। । কিন্তু আল্লাহ আমার কপালে বোধহয় সুখ লেখে নি।একদিন বাবা হার্টএটাক করল।হাসপাতাল নেওয়ার আগেই বাবা গাড়ি তে মারা গেলো।।।।জিবনে ২য় বারের মত বাবাকে হারালাম।সেদিন মা কান্না করেনি শুধু এক দিকে তাকিয়ে ছিল। । সেদিনের পর থেকে মা আর আমার জিবনে নেমে আসল অন্ধকার---- ।।। ।। । (চলবে) । ।। ।।। বেশি ভালো লাগছে না গল্পটা লিখতে।কেমন জেনো আগ্রহ হারিয়ে ফেলেছি গল্পটা লেখার প্রতি।।। আপনারা জানান গল্পটা লিখব কিনা। ।।।।

6
$
User's avatar
@Mdemon456 posted 4 years ago

Comments

লিখতে থাকুন ভাইয়া। ধৈর্য ধরতে হবে। আপনার জন্য শুভ কামনা রইল।

$ 0.00
4 years ago