নারী
আঁধারে জ্বলন্ত নক্ষত্র, দিবালোকে নিস্পেসিত,নির্যাতিত অদম্য যোদ্ধার নাম নারী। নারী তুমি সুদর্শীতা,সুতর্কীতা, তুমি বহুরুপী তুমিই মা,তুমিই বোন, তুমিই কারো স্ত্রী। এই তুমিইতো হিংস্র বাঘের শিকারি। নারী তুমি স্রষ্টার শ্রেষ্ঠতম উপহার, তারই সৃষ্টির পুরুষ জাতির প্রহার। নারী তুমি ছিলে রঞ্জনা, তবে কে করেছে? তোমায় আজ বিরঙ্গনা!! স্রষ্টার সেই পুরুষ জাতি?? তারাইতো আজ বিশ্ব খ্যাতি। নারী, তুমি অদম্য সাহসী এক বীরের জাতি। যে স্রষ্টার প্রতিটি সৃষ্টির বাতি।
✑ Sarwar Ahmed
6
$
@sarwar
posted
4 years ago
সুন্দর পোস্ট। এখানে নারীকে সবকিছুর থাথে তুলনা করা হয়েছে।আর আমিও নারী সো ভালো লেগেছে।ধন্যবাদ।