এক টুকরো ভালোবাসা --------------- প্রতাপ মণ্ডল
তুমি বলেছিলে একটুকরো ভালোবাসা চাই আমি তোমায় একমুঠো ভালোবাসা দিয়েছি। এখন তোমার পলাশরাঙা অনুযোগ -- এতো কম ভালোবাসো কেনো আমায়... !! এখন এক পশলা ভালোবাসা চাইছো তুমি, আজ যদি তোমায় একপশলা ভালোবাসা দিই কাল তুমি আকাশ ভাঙা বৃষ্টি চাইবে... !
ভালোবাসার পিয়াস মেটে না এ জীবনে যতই হৃদয় নিংড়ে ভালোবাসিনা কেনো ! তুমি শুধু ভেবে ভেবে হও সারা --- আরও ভালোবাসা চাই, আরও.... আরও.... অনেক অনেক ভালোবাসো আমায় ভালোবেসে বেসে পাগল করে দাও আমায়...
কি করে বোঝাই আমি তোমায়? আমার একটুকরো ভালোবাসা তোমারই আমার একপশলা ভালোবাসা তোমারই, আমার হৃদয়ের প্রকৃতি সত্ত্বায় বয়ে চলা প্রতিটি বহমান ঝর্ণা, প্রতিটি সে স্রোতস্বিনীর বিন্দু বিন্দু জলকণায় একমাত্র তোমার অধিকার।
কতটা পিয়াসী তুমি......? শিশিরভেজা ভোরে বা দারুণ তরুণ মধ্যাহ্নে ! বা কোনো এক গোধূলিবেলায়.... যদি কখনো তৃষিত হয়ে পড়ো, দোয়েল পাখি হয়ে চলে যেও ঝরণার পাশে, না হলে চলে যেও, কুলুকুলু শব্দে বয়ে যাওয়া ছায়াঘেরা নদীর কূলের কাছে.....
ভিজিয়ে নিও নিজেকে -- আশ ভরে নিঃশেষে..... মিটিয়ে নিও যত তৃষ্ণা তোমার..... শুধু একবার বলো, 'আমি পরিতৃপ্ত, আমি ধন্য তোমার ভালোবাসা পেয়ে, এ জনম, সামনের জনম, সাত জনম -- তুমি এভাবেই আমার তৃষ্ণা মিটিয়ে দিও হে প্রিয়তম আমার....।'
ভিজিয়ে নিও নিজেকে -- আশ ভরে নিঃশেষে..... মিটিয়ে নিও যত তৃষ্ণা তোমার..... শুধু একবার বলো, 'আমি পরিতৃপ্ত, আমি ধন্য তোমার ভালোবাসা পেয়ে, এ জনম, সামনের জনম, সাত জনম -- তুমি এভাবেই আমার তৃষ্ণা মিটিয়ে দিও হে প্রিয়তম আমার....।
Ai line ta besi valo laglo Amr account e like comment and subscribe kore diyen