3
25
চিনবো তারে কি করে?
অন্তরে যার কপতটা।
বিষবৃক্ষ যে সেখানেই রোপিত
সহস্র প্রলয়ের বাসা।
বুঝার উপায় নাই
এই শুভ্র চক্ষু অতটা অতল
দেখতে না পায়।
হৃদয়ের ব্যাকুলতা চক চক করে
র্নিলোভ ভুলের বিশাল পাহাড়।
তখনো কি যায় বুঝা,
একি নিখুত ছলনার মায়া জাল?
হঠাৎ ই রাতের তিমির
বদলে যায় প্রভাত আলোয়।
তখনো না পারি সামলাতে
শুধু ক্ষনকালের ক্ষনিকতায়
উচ্ছ্বাসিত হয় তার প্রকৃত রূপ
আর প্রকাশ পায়
হাজারো মুক্তির আহ্বান ।
written by @surjoo