আমরা সবাই জীবনে কখনো না কখনো কারোর মন ভায়ার কারণ হয়ে থাকি, আবার অনেক সময় কিছু সম্পর্ক ভাঙ্গে এই কারনে যে তারা তাদের ভালোবাসাটা তাদের প্রিয় মানুষকে বুঝাতে পারে নি অথবা বুঝাতে ব্যর্থ হয়েছে, অনেকে প্রকাশ করতে পারে আবার অনেকে প্রকাশ করতে পারে না এই কারণেও ভাঙ্গে। মনে করেন কেউ আপনাকে দিনে হাজারবার ভালোবাসি বরছে কিন্তু আপনি তা অনুভবই করতে পারছেন না আমার মতে সেই সম্পর্ক থাকার কোনো মানেই নেই কারণ ভালোবাসা মানে একজন আরেকজনের চোখ দেখেই বুঝতে পারা যে সে কি বলতে চাইছে, ভালোবাসা মানে সারাদিন ঝগড়া করে দিনশেষে ছোট্র একটা মেসেজে বলা, ভালোবাসি পাগলি। সম্পর্ক, ভালোবাসা অনুভব করার জিনিস কিন্তু সবসময় সবার জন্য অরুভুতি আসে না েততে কারো মন ভাঙ্গার কারণ যদি নিতে হয় তাও ভালো কারণ ভালো না বেসে থাকলে কষ্ট দুজনেরই কারন অনুভুতি এমন একটা জিনিস যেটা কেও কে বলে আনানো যায় না। ভালোবাসা প্রকাশের ধরন সবার আলাদা আলাদা কেউ ভালোবাসা বলকে দায়িত্ব, কর্তব্য আর নিজের সবটুকু দিয়ে দুজনকে ভালো রাখাটা বুঝে। আমি তোমাকে গুরুত্ব দিবো কারণ ওটা তোমাকে আমার মন দিতে চাইছে, তুমি কষ্ট পাবে বলে মন না চাইতেও আমি ওইসব জিনিসই করবো যেটা করতে চাইছি না বা করবো না, এর থেকে বড় অন্যায় আর আছে বলে আমার মনে হয় না কারণ এতে আপনি নিজেই নিজের কাছে দোষী। ভালোবাসি পাখির মতো করে বলে যাওয়ার দরকার পরে না যদি ভালোবামাটা দুতরফেই সমান থাকে, ভালোবাসি তখনি বলুন যখন আপনার মন থেকে ভালোবাসি কথাটা বেরুচ্ছে ওই অ্যালোপেথির ঔষুধের মতো দিনে তিনবার খাবার প্রয়োজন পরে না। দয়া করে নিজের উপর কিছু চাপিয়ে দিবেন না এতে ক্ষনিকের শান্তি বা প্রশান্তি পেলেও কখনো কেউ ভালো থাকবেন আর এটাই সত্যি। ওই সম্পর্কটা ভীষন দরকার যেটা রাতে শান্তি আর ভালোবাসার ঘুম দেয়। একবার এই জিনিসটা চিন্তা করে দেখেন তো আমি যদি নিজেই ভালো না থাকি তাহলে আমার বিপরীতের মানুষকে কিভাবে ভালো রাখবো??? তাই আবেগের বসে কাউকে এমন কোনো কথা দিবেন না যেটা কখনোই রাখতে পারবেন না, এমন কথাই দিবেন যেটা আপনি যেকোনো পরিস্থিতে রাখতে পারবেন আর ঠিক তখন আপনি আপনার প্রিয় মানুষটার মুখের দিকে তাকিয়ে আপনি যে কতোটা শান্তি পাবেন সেটা হয়তো আমি বলে বুঝাতে পারবো না।
সবশেষে একটা কথাই বলবো ভালো থাকুন আর অবশ্যই ভালোবাসাতে থাকুন।
অসাধারণ লিখছেন। একটা বিষয় আমার খুব ভালো লাগছে সেটা হলো ভালোবাসা টা মিথ্যে দিয়ে গড়লে সেখানের শান্তির বদলে অশান্তিই আশ্রয় নেই, তাই এমন কিছু না করে ভালো করে চিন্তার পরে ই ভালোবাসি বলাটা শ্রেয়।ধন্যবাদ ruhul ভাই।