8
24
তপ্ত রোদ তাপদহনে
ময়ূর-ময়ূরী অতিষ্ঠে,
পেখম চায় মেলিতে
প্রাঞ্জলহীন ধরনীতে।
মেঘবৃষ্টি নেই গগনে
হৃদয় ছাই জ্বলে পুড়ে,
কেকাধ্বনি নেই কন্ঠে
বেঁচে থাকা মরুভূমিতে।
মঙ্গল ঝরা শীতল বাতাসে
ভালোবাসার তুমুল বর্ষাতে
সুন্দরতা আসুক পেখমে
সৌন্দর্য পূর্ণ হোক সুন্দরে।
Good article 😍😍 I like it.... Keep doing what you are doing. Thanks for sharing such an interesting article ☺☺