চর্বি ডাউল

6 11
Avatar for monzur
Written by
4 years ago

বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন। বরাবরের মত আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সাধারণ এক খাবার তৈরির নিয়মাবলী। আমার আজকের বিষয় হল চর্বি ডাল। আসা করি সবার ভালো লাগবে এবং প্রত্যেকেই আজথেকে এটা তৈরি করতে উদ্দমী হবেন। তো শুরু করা যাক!

উপাদান:-১.ডাল ২.পানি ৩. লবণ ৪. কাঁচা মরিচ ৫. হলুদ ৬. জিরা ৭. পিয়াজ ৮. এলাজ ৯. তেল ১০. চর্বি।

প্রস্তুত:-প্রথমে একটি হাড়িতে ডাল ভালোভাবে ধুয়ে নিবো। তারপর তাতে প্রয়োজনমত পানি নিয়ে তাতে লবণ দিবো এবং ১০-১৫ মিনিট দমে রাখবো। মাঝে মধ্যে নেড়ে দিবো এবং খেয়াল করবো সেটার সিদ্ধের ভাগটা কেমন হল। উক্ত সময় পর্যন্ত দমে রাখার পর দেখবো সেটা প্রায় ৮০% সিদ্ধ হয়েছে। এবার উপরের মসলাগুলো ভালোভাবে বেটে নিবো। এখন তাতে কাঁচা ঝাল,পিয়াজ,জিরা,এলাজ এর বাটা মশলাটুকু ঢেলে দিব। এবার দরকারমত হলুদ দিব। আবার কিছুটা পানি দিয়ে তাতে তাপ দিতে থাকবো। এখন প্রয়োজনমত তেল ঢেলে দিবো। তারপর তাতে চর্বি ঢেলে দিবো। এবার পুনরায় আবারো ঢাকনা দিয়ে তা দমে রাখবো মাঝে মাঝে নেড়ে দিবো। এভাবে ১০ মিনিট জাল দেওয়ার পর দেখতে পাবো এটা প্রায় সম্পূর্ণ সিদ্ধ হয়েছে এবং কিছুটা এটে এসেছে। তখন আরো একবার স্বাদ নিয়ে দেখবো তাতে সবকিছু পরিমিত মাত্রায় হয়েছে কিনা। এখন সেটাকে আরো সুস্বাদু করতে তাতে ভাজা জিরার গুড়া ছিটাতে পারি। এভাবে তৈরি হবে গ্রামবাংলার বিখ্যাত চর্বি ডাউল।

ধন্যবাদ সবাইকে!

5
$ 0.09
$ 0.09 from @TheRandomRewarder
Avatar for monzur
Written by
4 years ago

Comments

প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চর্বি ডাউল এর এতো সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। ডাউল আমার এমনিতেই অনেক ভালো লাগে৷ আর চর্বি ডাউল হলে তো কোনো কথাই নাই।

$ 0.00
4 years ago

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

$ 0.00
4 years ago

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

$ 0.00
4 years ago

চর্বি ডাউল খাবারের নামতো কখনো শুনিনি।যাই হোক আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন রান্নার পদ্ধতিটি সেজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ

$ 0.00
4 years ago

Ata amar jonno valo na kharon ami amnitai mota khila aro mota hoa jabo tobe recipe ta khub valo

$ 0.00
4 years ago

চর্বি ডাউল নামটা কোন দিন শুনিনি। রেসিপি টা আজকে নতুন দেখলাম নামটাও নতুন শুনলাম। ধন্যবাদ নতুন রেসিপি দেওয়ার জন্য।

$ 0.00
4 years ago