#কিছু_বাস্তবতা
(১) কিছু মানুষ আছে যারা অল্পতেই খুব খুশি হয়,কিন্তু তারা হাসার জন্য সেই অল্প কারণটাই খুঁজে পায়না।
(২) কিছু মানুষ আছে এই পৃথিবীতে যাদের সাথে কখনোই ভালো কিছু হয়না।নানান রকম সমস্যা যেন সৃষ্টি হয়েছে তাদের জন্য।
(৩) কিছু মানুষ আছে যারা মানুষের ভালো করার জন্য নিজেকে সবসময় বিলিয়ে দিয়ে রাখে, কিন্তু তাদের মঙ্গল কামনায় কাউকে পাশে পায়না।
(৪) কিছু মানুষ আছে যারা একা একা খুব করে কাঁদে কিন্তু মানুষের সামনে হাসি মুখ ছাড়া কথা বলেনা।
(৫) কিছু মানুষ আছে যারা মানুষকে অল্পতেই বিশ্বাস করে বসে,কিন্তু এর বিনিময়ে তারাই সবচেয়ে বেশি ঠকে।
(৬) কিছু মানুষ আছে যারা ভালোবাসে খুব করে, কিন্তু ভালোবাসার মানুষটাকে সেটা বুঝাতে পারেনা।
(৭) কিছু মানুষ আছে যারা অল্পতেই রাগারাগি করে,কিন্তু রাগ শেষে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়।
(৮) কিছু মানুষ আছে যারা ভেতর থেকে মরে গেছে অনেক আগেই শুধু মাত্র বাবা মায়ের কথা ভেবেই আত্নহত্যা না করে বেঁচে আছে।
(৯)কিছু মানুষ আছে যাদের কে কেউ কখনোই বুঝতে পারেনা,আর সেই মানুষ গুলোও তাদের সমস্যা গুলো কাউকে বুঝাতে পারেনা।
(১০) কিছু মানুষ আছে যারা কষ্টের সাথে ধৈর্য ধরে বেঁচে আছে এই ভেবে একদিন সব ঠিক হয়ে যাবে,কিন্তু এখনো কিছুই ঠিক হয়নি সবকিছুই এলোমেলো।
Reality is too harsh dear