ভাত বিচিএা

4 8

বাঙালিরা ভাত খেতে ভালবাসেন। আমরা মাছে ভাতে বাঙালি। ভাত অনেক রকম উপায় এর নতুন নতুন রেসিপি করা যাই। চলুন ভাত দিয়ে আজকে নতুন রেসিপি জেনে নিই।

উপকরণ :

১.ভালো চাল যতটুকু দরকার।

২.আলু,ফুলকপি, কড়াইশুঁটি - ভাতের পরিমাণ মতো।

৩.লবণ পরিমাণ মতো।

৪.ঘি পরিমাণ মতো।

৫.কাচা মরিচ কুচি -৩/৪ চামচ

৬.সাদা তেল ১ টেবিল চামচ।

তৈরি নিয়ম :

১.প্রথমে ভাত ঝরঝরে করে রাধুন।

২.নরম হয়ে যাই যেন।তারপর আলু, ফুলকপি সরুসরু করে কেটে নিন তারপর সেদ্ধ করুন।

৩. কড়াইশুটি সিদ্ধ করে নিন।

৪.তেল গরম হলে আগে সেদ্ধ সবজি গুলো দিন। একটু নারাচাড়া করে ভাত দিন।

৫.নুন ও ঘি দিন।

৬.ভালো করে মিশিয়ে পরিবেশন করুন।

Sponsors of abanik111
empty
empty
empty

5
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty

Comments

ভাত বিচিত্রা ??? আমি আমার লাইফে অনেক ধরনের খাবার খেয়েছি কিন্তু ভাত বিচিত্রা এই খাবারটি খাওয়া দূরের কথা কখনো এর নাম পর্যন্ত শুনি নাই। কিন্তু রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজাদার একটা খাবার রেসিপি।

$ 0.00
4 years ago

বিশ্ববিচিত্রা, জ্ঞাম বিচিত্রা শুনেছি। বাট ভাত বিচিত্রা?🙄🙄

$ 0.00
4 years ago

Vat bichitra kokhono nam suni ni tobe recipe dakha jibe jol cole ascha. Notun akta recipe pelam tnq

$ 0.00
4 years ago

ভাত বিচিত্রা আসলে নামটা খুবই আনকমন এবং সুন্দর। খেতেও নিশ্চয়ই ভালো হবে।

$ 0.00
4 years ago