তোখমার সরবত

7 21
Avatar for abanik111
4 years ago

গরমে অনেক এ অনেক রকমের সরবত খেয়ে থাকেন তবে সরবত যদি হই শরীরের উপকারী তাহলে বাড়িতে সহজে বানিয়ে খাওয়া যাই।

তোখমার সরবত শরীরের জন্য অনেক উপকারী হইতো অনেক এ জানেন না। এই সরবত হজম ক্ষমতা বাড়ায়, শরীরের তাপমাত্রা কমায়। দেহের শতকরা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চলুন জেনে নিই কিভাবে তৈরি করবেন।

উপকরণ :

১.তোখমার ২ টেবিল চা চামচ।

২.লেবু ১টেবিল চামচ।

৩.চিনি ১ টেবিল চামচ।

৪.গোলাপ জল ১ টেবিল চামচ।

তৈরি নিয়ম :

১.তোখমার গুলো ভালোভাবে পরিষ্কার করে ২০-২৫ মিনিট ভিজিয়ে রাখুন।

২.দেড় গ্লাস ঠান্ডা পানিতে লেবু রস চিনি মিশিয়ে নিন। এরপর গোলাপজল আর তোখমার মিশিয়ে নিন একসাথে।

৩.এখন পরিনেশন করুন আপনার মন মতো।

11
$ 0.00
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
4 years ago

Comments

i guess its called falooda in india

$ 0.00
4 years ago

অনেক সুন্দর করে গুছিয়ে এতো সুন্দর একটা পানীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তোখমার শরবত আমাদের শরীরের জন্য অনেক উপকারী।

$ 0.00
4 years ago

গরমের ভিতরে শরবত কার না ভালো লাগে। এতো সুন্দর করে শরবত বানানোর উপায় বলার জন্য ধন্যবা। আশা করি পরে এইরকম আরো কিছু রেসিপি আপনার থেকে পাবো

$ 0.00
4 years ago

এই গরমে যে কোনো শরবতই মানায়।আর আপনার এই শরবতটা সহজ বাট আনকমন।বানিয়ে দেখবো।

$ 0.00
4 years ago

গরম কালে শরবত একটা অতুলনীয় পানীয়। এই শরবত টা কখনও খাওয়া হয় নি । ধন্যবাদ এই রেসিপি টা শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

তোমার শরবত আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বিশেষ করে গরমের দিনে শরবত খেলে অনেক ভালো লাগে।

$ 0.00
4 years ago

sorbot akti sastho sommoto khabar at goroa manusae sorir ka khub santo kore

$ 0.00
4 years ago