3
23
Written by
abanik111
abanik111
4 years ago
উপকরণ :
লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করা কাটা বাছা মাছ ২ কাপ।
ডিমের কুসুম ২ টি।
টমেটো কুচি ১ টি।
কাচা মরিচ ১ টি।
জিরা অল্প পেঁয়াজ কুচি ২ টি একটু তেলে বেজে নিয়ে বেটে নিতে হবে।
এলাচ, গোলমরিচ এর গুড়াঁ ধনেপাতা লবণ ও চিনি পরিমাণ মতো।
তেল ৩ টেবিল চামচ।
পেঁয়াজ ভাজা আধাকাপ।
কিশমিশ , কাজুবাদাম সামান্য।
ঘি ১ চা চামচ।
দুধ আধাকাপ।
তৈরি করার নিয়ম:
তেল গরম করে সব মসলা টমটো সস ও একটু দুধ দিয়ে কষাতে হবে।
এবার মাছ, ডিমের কুসুম দিয়ে রান্না করতে হবে।
তেল উপরে উঠে এলে ভাজা পেঁয়াজ ধনেপাতা ও কিশমিশ দিয়ে আরও একটু আচ করে নিতে হবে।
এবার ওপরে ঘি ও বাদাম ছড়িয়ে নামতে হবে তেলপিয়া মাছের ঝুরি কাবাব।
এরপর গরম গরম পরিবেশন করুন।
Written by
abanik111
abanik111
4 years ago
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে তেলাপিয়া মাছের কাবাব এর রেসিপিটি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। তেলাপিয়ার কাবাব খুব মজার হবে আশা করি। আর তেলাপিয়ার ঝুরি কাবাব খুবই মজাদার খাবার।