পেঁয়াজ ভাত

10 21

উপকরণ :

  • আতপ চাউল ১কাপ

  • ছোট জাতের পেঁয়াজ ৪/৫ টা

  • সাদা তেল ২ চামচ

  • লেবু রস ২ চামচ

  • গোটা সরষে ১/২ চা চামচ

  • ধনে গুড়ো ১/২ চা চামচ

  • লাল মরিচ ১/২ চা চামচ

  • কাচা মরিচ ২/৩ বড় টুকরো কাটা।

  • হলুদ ও হিং গুড়ো ১ চিমটি

  • ধনেপাতা অল্প পরিমাণ

  • কারি পাতা ৮/১০ টি

  • নারিকেল আধাখানা

  • পেষা নুন পরিমাণ মতো

তৈরি করার নিয়ম:

  • পেঁয়াজ ছোট হলে রেখে দিন। বড় হলে মাঝখানে কেটে নিন।

  • কড়াই তে তেল গরম হলে পেঁয়াজ এ বাদামি রং করে ভেজে নিন।

  • এবার তেলে সরষে হিং কারিপাতা দিন।

  • গুড়োমসলা দিয়ে চাল দিন।

  • ২/৪ মিনিট নাড়াচাড়া করে প্রয়োজন মতো গরম পানি দিয়ে দমে রেখে দিন।

  • সিদ্ধ হয়ে ঝরঝরে হয়ে গেল নারিকেল বাটা, লেবুর রস ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে ফেলুন।

8
$ 0.14
$ 0.14 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty

Comments

kom somoya khub sohoj akta testy recipe valoi laglo tnq ato valo akta recipe sher korar jonno

$ 0.00
3 years ago

Short ar testy akta recipe khub valo lagacha apnar recipe ta khataw hoito valoi lagbe

$ 0.00
3 years ago

এতো কিছু ভাতের মধ্যে দিলে আশা করছি ভালোই লাগবে।

$ 0.00
3 years ago

আমি অনেক রকমের খাবার খেয়েছি কিন্তু পেয়াজ ভাত এর রেসিপি আমি আগে কখনো ট্রাই করিনি। আশা করি পেয়াজ ভাত খেতে অনেক সুস্বাদু হবে।

$ 0.00
3 years ago

এই রেসিপির নামম কখনো শুনিনি নামটা অনেক সুন্দর। নিশ্চয়ই পেতেও ভাল হবে।

$ 0.00
3 years ago

প্রথম শুনলাম এই নাম।পেয়াজ ভাত।একদিন বানিয়ে খেতে হবে দেখছি। আশা করি খাবারটি খেতে দারুণ হবে খুব।

$ 0.00
3 years ago

বানিয়ে দেখতে পারেন।

$ 0.00
3 years ago

পেঁয়াজ ভাত খেতে আমার খুবই ভালো লাগে। এটা আমার অত্যন্ত প্রিয় খাবার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর বিষয় শেয়ার করার জন্য।

$ 0.00
3 years ago

পেঁয়াজ ভাত আমি আগে কখনো শুনিনি নামটা। প্রথমে নাম শুনে একটু অবাক হয়ে গেলাম। পরে রেসিপিটা পড়ে সব জানতে পারলাম।

$ 0.00
3 years ago

এই রেসিপি টি মাঝে মাঝে বড়িতে তৈরি করা হয়।

$ 0.00
3 years ago