উপকরণ :
পেপে ১/২ কেজি।
বরবটি ৪ টি।
পালংশাক কুচি ২ কাপ।
মসুর ডাল ১/৩ কাপ।
হলুদ বাটা ১/২ চা চামচ।
মরিচ বাটা ১/২ চা চামচ।
আদা রসুন বাটা ১/২ চা চামচ।
জিরা ধনে বাটা ১/২ চা চামচ।
গোল মরিচ বাটা ১/২ চা চামচ।
লবণ ১ চা চামচ।
পাঁচফোড়ন ১/২ চা চামচ।
তেল ৩ চা চামচ।
তৈরি করার নিয়ম:
পেপে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো কর। বরবটি টুকরো কর। ডালে সবজি বাটা মসলা লবণ ও এক কাপ পানি দিয়ে ঢেকে চুলায় দেন।
ডাল সবজি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলুন।
তেল গরম করে চুলা থেকে নামিয়ে পাঁচফোড়ন ছাড়, পেঁয়াজ কুচি দিয়ে চুলায় দাও। পেঁয়াজ বাদামী রং হলে নিরামিষ দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন।
নিরামিষ ডাল খুবই একটি সুস্বাদু খাবার এবং খুবই একটি স্বাস্থ্যকর খাবার। আপনি অনেক সুন্দর ভাবে এই রেসিপিটি শেয়ার করেছেন। আমার অনেক ভালো লেগেছে এই রেসিপিটি আর আমি এই রেসিপি অনেকবার খেয়েছি।