উপকরণ :
ডিম ২ টা
সয়াসস ১ চা চামচ
ম্যাগি সস ১ চা চামচ
গাজার কাটা আধা কাপ
পোলাওর চাল ১ কাপ
মটরশুটি ২টেবিল চামচ
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
আদা, রসুন কুচি আধা চা চামচ
তেল ১ টেবিল চা চামচ
চিনি আধা চা চামচ।
ক্যাপসিকাম কাটা অল্প পরিমাণ
তৈরি করার নিয়ম:
গরম পানি পোলাওর চাল ঢেলে দিন।
বলক উঠলে ভাত যেন নরম এবং শক্ত যাতে না হয়।এমন সময় নামিয়ে ঝাঁকিয়ে নিন।
ডিম ফেটিয়ে আমলেট করে ভেজে কেটে নিন।গাজর ও মটরশুটি সামান্য পানিতে ভাপ দিয়ে নিন।
আদা ও রসুন কুচি সবজি দিয়ে কিছুক্ষণ নেয়ে ভাত ঢেলে দিয়ে ভাজিয়ে নিন।
সব ধরনের উপকরণ সয়াসস ক্যাপসিকাম সব মিশিয়ে ভেজে নিন।
এরপর গরম গরম ডিম ভাজি দিয়ে পরিবেশন করুন
ওয়াও ভাইয়া, আপনার দেওয়া এগ এন্ড ভেজিটেবল রাইস এর রেসিপটি যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনিভাবে আপনার দেওয়া রেসিপিটির ছবিটিও সত্যি অসাধারণ হয়েছে।