চিতল মাছের কোপ্তা কারি

2 22

উপকরণ :

  • মাঝারি আকারে চিতল মাছ ১ টি।

  • পেঁয়াজ আদা, ধনেবাটা ১ চা চামচ।

  • কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ।

  • ঘি ২ চা চামচ।

  • কেওড়া জল ১ চা চামচ।

  • দুধ ২ কাপ।

  • মিষ্টি ও টক দই মিলে ১ চা চামচ।

  • টমেটো সস ১ টেবিল চামচ।

  • চিনি লবণ ও কিশমিশ পরিমাণ মতো।।

  • এলাচ, দারচিনি সামান্য।

কোপ্তা জন্য:

  • মাছের কাটা বেচে তাতে পরিমাণ মতো লবণ জিরা ও গোলমরিচ গুড়া দিন।

  • ১ টেবিল চামচ বেসন কাচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে মেখে কোপ্তা আকারে গোল করে ভাজতে হবে।

তৈরি করার নিয়ম :

  • ঘি গরম করে সব মশলা অল্প অল্প দুধ দিয়ে কষাতে হবে।

  • কষানো হলে সবটুকু দুধ দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে ভাজা কোপ্তা দিয়ে উপরে কেওড়া জল ও কিশমিশ দিয়ে হালকা আচেঁ এক মিনিট রেখে ঘি উপরে উঠলে নামিয়ে ফেলতে হবে।

Sponsors of abanik111
empty
empty
empty

7
$ 0.00
Sponsors of abanik111
empty
empty
empty

Comments

চিতল মাছের কোপ্তা কারি আসলেই খুবই সুস্বাদু খাবার। আমি চিতল মাছ অনেকবার খেয়েছি কিন্তু এই ধরনের রেসিপি আমি আর কখনোই খাই নাই। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি উপস্থাপনা করার জন্য। আমারও অনেক ভালোলাগলো চিতল মাছের রেসিপি টা।

$ 0.00
4 years ago

চিতল মাছের কোপ্তা কারি নাম শুনেছি। কিন্তু কখনো খাওয়া হয়নি। শুনেছি খেতে অনেক মজা হয়।

$ 0.00
4 years ago