বিফ টমটো কারি রেসিপি

4 22

উপকরণ :

  • গরুর মাংস ১ কেজি।

  • দারচিনি ২ সে :মি ৩ টি

  • আদা বাটা ১ টেবিল চামচ।

  • রসুন বাটা ১ চা চামচ।

  • পেঁয়াজ বাটা ১/৪ চা চামচ।

  • এলাচ ৩ টি।

  • লবঙ্গ ২ টি।

  • তেজপাতা ১ টি।

  • লবণ ২ চা চামচ।

  • সয়াবিন তেল ১/২ কাপ

  • মাঝারি সাইজ টমটো ৪ টি।

  • লাল মরিচ গুড়াঁ ১ চা চামচ।

তৈরি করার নিয়ম:

  • মাংসের সাথে বাটা মসলা, গরম মসলা তেজপাতা , লবণ অর্ধেক সয়াবিন তেল এক কাপ পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

  • ঢেকে মাঝারি আচেঁ সিদ্ধ করে করে, মাংস নামিয়ে ফেলুন।

  • দুটি পেয়াজ কুচি করে নাও। এরপর আরেকটি হাড়িতে বাকি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেন।

  • বাদামি রং হলে টমটো টুকরো করে দিয়ে দেন।

  • মাংস ও পাপরিকা কুচি দিয়ে নেড়ে নেড়ে ১০ মিনিট করে কষিয়ে নিন।

  • সামান্য পানি দিয়ে ১০-২০ মিনিট অল্প আাচে রাখ।তেল উপরে উঠলে নামিয়ে ফেলুন।

  • এরপর গরম গরম পরিবেশন করুন।

Sponsors of abanik111
empty
empty
empty

5
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty

Comments

গরুর মাংস এমনিতেই আমার অনেক ফেভারিট 😋আর এই রেসিপিটি অনেক ইয়াম্মি হবে দেখেই বোঝা যাচ্ছে।

$ 0.00
4 years ago

গরুর মাংস খেতে আমি খুব পছন্দ করি। আর এটি পছন্দ করে না এমন মানুষ খুব কম। সামনে কোরবানি আসতেছে শুধু গরুর মাংস আর মাংস।

$ 0.00
4 years ago

khub mojar akta recipe dakha mukha jol cole ase sotti bolta amar gorur magso khub pochondo but alarge jonno khawa hoi na

$ 0.00
4 years ago

গরুর মাংস খেতে আমি খুব পছন্দ করি। গরুর মাংসের যেকোনো রেসিপি খুবই সুস্বাদু। আপনার রেসিপি টা অনেক ভালো লাগলো।

$ 0.00
4 years ago