আমিত্তি

5 15

উপকরন :

১.মাষকলাই ডাল ২৫০ গ্রাম।

২. চিনি ২ কাপ।

৩. চালের গুড়া ১/৪ ভাগ।

৪. পানি ১ ১/২ কাপ।

৫.এ্যারারুট ১/৩ কাপ।

৬.তেল বা ঘি ভাজা জন্য।

তৈরি নিয়ম:

১.ডাল ৪-৫ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। ভালো করে ডাল ধুয়ে নিন। যেন সব কোষা বের হয়ে সাদা হয়। ডাল বেটে নাও

২.চালের গুড়া ও এ্যারারুট পানি দিয়ে ঘন করে গুলে ডালের সাথে মিশে ১২-১৪ ঘন্টা ঢেকে রাখুন। ফুটে উঠলে প্রয়োজন মতো পানি দিয়ে ফুটান।জিলাপীর মতো ঘন গোল করুন।

৩.আমিওি তৈরি করার আগে ২ কাপ চিনিতে ১ ১/২ কাপ পানি দিয়ে সিরা দিয়ে গোলাপজল মিশিয়ে রাখ।

৪.জিলাপীর মতো মোটা কাপড়ে গোলা নিয়ে কড়াইতে গরম তেলের উপর আমিওি ছাড়। প্রথমে রুমালের চাপ দিয়ে একবার ঘুরাও এবং সাথে সাথে প্রথম প্যাঁচের পাশ ঘেষে আমিওি মতো ছোট ছোট প্যাঁচ দিয়ে যাও।একটা আমিওি শেষ হলে হাত তুলে নাও।

৫।আমিওি ভাজা হলে সিরায় ছাড়।১০ মিনিট ডুবিয়ে রাখুন।

Sponsors of abanik111
empty
empty
empty

8
$ 0.16
$ 0.16 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty

Comments

আমিত্তি আমিতো আগে কখনো এমন খাবারের নাম শুনিনি আর আপনার আর্টিকেল এর ছবি দেখে মনে হচ্ছে এটা বুন্দিয়া। তবে বুন্দিয়া আমার ভালোই লাগে খেতে।

$ 0.00
4 years ago

আমিত্তি তো দেশ থেকে ওটেই গেছে খেতে ইচ্ছা করলেও পাওয়া যায় না। ধন্যবাদ এই রেসিপিটা দেওয়ার জন্য।

$ 0.00
4 years ago

আমিত্তি এগুলা না। আমিত্তি জিলাপীর মতন । এগুলা মিহিদানা।

$ 0.00
4 years ago

আমিওি চোট সময় সুনতাম নাম খাওয়া হয় নি তবে এটাকে দেখে বুন্দিয়া মতো লাগছে।

$ 0.00
4 years ago

দেখে মনে হচ্ছে ভালো লাগবে খেতে।

$ 0.00
4 years ago