GOOD Morning Friends ❤
"মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে যেয়ে ঘুরে বেড়াই সকল ছেলে জুঠি। আহ হা হা হা আঃ"
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এ কবিতাটি পড়েছি যখন তখন ছুটি মানে ছিলো অন্যরকম অনুভুতি। শুক্রবার মানেই নতুন সকাল নতুন ছুটি, স্কুলে যেতে হবেনা, পড়তে যেতে হবেনা, কি এক আনন্দের চমক লেগে থাকতো মনে। খেলাধুলা ছোটাছুটি ই যেনো থাকতো সারাদিন মনে। বাল্যকালের এ দিনগুলো ছিলো সোনার।
সারাদিন মেতে থাকতাম কত খেলায়, মা খেতে ডাকলেও বাড়িতে যাওয়ার নামটি নেই কারো। চেঁচামেচি হৈ-হুল্লোর দৌড়াদৌড়ি সব মিলে প্রাণবন্ত এক দিন ছিল তখন শুক্রবার। শুক্রবার এলেই মনে পড়ে সেই স্মৃতি, ফিরে যেতে ইচ্ছাও হয় ছোটবেলায়, মনে মনে গাইতে থাকি এ কবিতার গান।
Like-comment-subscribe please!
❤❤❤😍😍😍