বর্তমান সমাজ

4 14
Avatar for TigerApon
4 years ago

সমাজ এমন একটা জায়গা যেখানে আমরা সংঘবদ্ধভাবে বসবাস করে থাকি। আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। মানব জাতি সমাজ বিহীন ভাবে বসবাস করার কথা কখনো চিন্তাও করতে পারেনা। কেননা কোনো মানুষই একা বসবাস করতে পারে না। তার দৈনন্দিন প্রয়োজন গুলো মেটানোর জন্য সমাজ অবশ্যই প্রয়োজন।

কিন্তু বর্তমান সমাজে এমন কিছু মানুষরূপী শয়তান আছে যাদের কারণে পুরো সমাজটাই ধ্বংসের মুখোমুখি হয়। এই মানুষগুলো শুধুমাত্র নিজের স্বার্থটা কেই বড় করে দেখে। এই মানুষগুলো সব সময় অন্যের ক্ষতি চায় এবং কিভাবে নিজের স্বার্থ হাসিল করা যায় সেই কাজে ব্যস্ত থাকে।

আবার আমাদের সমাজে এমন অনেক ভালো মানুষ আছে যাদের কারনে আজও পর্যন্ত সমাজগুলো টিকে আছে। যারা সবসময় সমাজের মানুষের কথা ভাবে। তারা সবসময় এটা চিন্তা করে যে কিভাবে কি করলে সমাজের মানুষের উন্নতি হবে এবং তারা সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।

তাই আমাদের সকলের উচিত সমাজের ভালো দিকটাকে গ্রহণ করা এবং যে খারাপ দিক গুলো আছে সেগুলো কে ভালো দিকে রূপান্তরিত করার চেষ্টা করা।আর যারা সমাজের মানুষের খারাপ চাই এবং নিজের স্বার্থকে বড় করে দেখি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আইনের ব্যবস্থা নেয়া। কেননা সমাজের সবাই যদি একসাথে কাজ করি তাহলে যেকোনো ধরনের বড় সমস্যার সমাধান করা খুব একটা কঠিন নয়।

8
$ 0.05
$ 0.05 from @TheRandomRewarder

Comments

আসলে কি বলবো অসাধারন লিখছেন।আসলে সমাজের মানুষের জন্য নিজের স্বপ্ন পূরন করতে গিয়ে ও পা পিছলে পড়ে জাই।মাঝেমধ্যে ভাবি সমাজকে আর পাত্তা দিবোনা বাট পরে ভাবি আমরাতো সামাজিক জীব সমাজ ছাড়া অসম্ভব।তাই সমাজের এসব ক্রিটিকাল মানুষকে এড়াই চলবেন।দেখবেন সব ঠিক।দিন শেষে সবাই আপনার এ পূজা করবে।ধন্যবাদ।

$ 0.00
4 years ago

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য এবং আমার লেখাটি পড়ার জন্য।

$ 0.00
4 years ago

আপনার চিন্তাধারা সত্যিই অনেক সুন্দর। বর্তমানে এরকম চিন্তাধারার মানুষ খুঁজে পাওয়া যায় না। অনেক ধন্যবাদ।

$ 0.00
4 years ago

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

$ 0.00
4 years ago