গল্পঃ

13 41
Avatar for Tibro
Written by
3 years ago

দুইটা গল্পঃ

১। ইয়াহু নামমাত্র দামে গুগলকে কিনে ফেলার প্রস্তাব পেলেও কিনে নি।

২। নোকিয়া এন্ড্রোয়েডকে কিনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলো।

শিক্ষণীয়ঃ

১। সময়ের সাথে নিজেকে আপডেট রাখুন, নয়তো আপনি অচলের হিসেবে নাম লেখাবেন।

২। কোন রিস্ক না নেওয়াটা হচ্ছে বড়ো রিস্ক। নতুন রিস্ক গ্রহণ করুন এবং সব সময় আপডেট থাকুন।

আরো দুইটা গল্পঃ

১। গুগল দুইটা সম্ভাবনাময়ী প্রজেক্ট ইউটিউব এবং এন্ড্রোয়েডকে কিনে নিয়েছে।

২। ফেসবুকে কিনে নিয়েছে ইন্সট্রাগ্রাম এবং হোয়াটসএপকে।

শিক্ষণীয়ঃ

১। শত্রুকে ঘৃণা না করে তার সাথে সংযুক্ত হয়ে আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করুন।

২। দ্রুত এগিয়ে যান এবং শত্রুকে প্রতিহত করার চেষ্টা করুন।

আরো দুইটা গল্পঃ

১। বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।

২। এলন মাস্ক ছিলেন একজন লকার রুম গার্ড।

শিক্ষণীয়ঃ

১। ব্যাক্তিকে তার পূর্বের কাজের মাধ্যমে যাচাই করবেন না।

২। আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার চেষ্টা এবং পরিশ্রম।

আরো দুইটা গল্পঃ

১। কর্নেল স্যান্ডার্‌স ৬৫ বছর বয়সে KFC প্রতিষ্ঠা করেন।

২। জ্যাক মা কেএফসিতে চাকুরির আবেদন করেও কম যোগ্যতা সম্পন্ন মনে করায় চাকুরি পান নি।

শিক্ষণীয়ঃ

১। বয়স শুধু একটি সংখ্যা মাত্র, আপনি যে কোন বয়সেই সফল হতে পারেন।

২। কখনো হার মানবেন না। তারাই হেরে যায় যারা মেনে নেয়।

শেষ দুইটা গল্পঃ

১। Ferrari এর মালিক একজন ট্রাক্টর তৈরি করার কারিগরকে অপমান করেছিলেন।

২। সেই ট্রাক্টর তৈরি করার কারিগর Lamborghini প্রতিষ্ঠা করেন।

শিক্ষণীয়ঃ

১। কাউকে অবজ্ঞা করবেন না।

২। সফলতা হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ।

আপনি যে কোন বয়সেই সফল হতে পারেন। এর জন্য কোন বয়স কিংবা কোন ব্যাকগ্রাউন্ড বাধ্যতামূলক নয়।

- টীম "সাইবার ৭১"

বোনাস - ইথিক্যাল হ্যাকিং কনফারেন্স "Hacker Ops" এখন ইউটিউবে। লিংক - https://www.youtube.com/channel/UCABV9wzGHQcgyIMP-Vr57tw

15
$ 0.00
Sponsors of Tibro
empty
empty
empty

Comments

This is so useful artical

$ 0.00
3 years ago

Nice Article....💓💓

$ 0.00
3 years ago

Seriously amazing learning article it is!Thank you so much for this beautiful article . we can learn from article that age doses not matter for success in life.

$ 0.00
3 years ago

There are informative things to learn,to know.just incredible.

$ 0.00
3 years ago

WOW,, nice article bro.. Go on.. Thanks

$ 0.00
3 years ago

It was very informative article... we know very important things by this article.. thank you.

$ 0.00
3 years ago

তোমার লেখগুলো অবশ্যই অবশ্যই শিক্ষণীয়

$ 0.00
3 years ago

Awesome Writting Brother

$ 0.00
3 years ago

Sotti oshadaron.... Thank you for your article

$ 0.00
3 years ago

I read this story. It was a very nice and beautiful story

$ 0.00
3 years ago

Awesome. I want to know more. Keep it up.

$ 0.00
3 years ago

Onk shundor likhechen bhaia..well done & great work..evabe likhte thaken ekdin success hben InshAllah

$ 0.00
3 years ago