প্রথমবার এই ছবিটির দিকে চোখ পড়লেই মনে হবে এটা ক্যামেরা দিয়ে তোলা কোনো এক শহরের কোনো একটা বাজারের ছবি।কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা।এই ছবিটি ক্যামেরা দিয়ে তোলা বাজারের কোনো ছবি নয় বা কোনো এডিট করা ও ছবি নয় ।এটি হাতে আঁকা একটি ছবি।ছবি তে ফুটে উঠেছে একটা ব্যাস্ত শহরের বাস্তব ভিত্তিক চিত্র।ছবি টি একেছেন বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত সবার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। যার নাম মো: হেলাল শাহ।তিনি এমন সুন্দর একটা ছবি এঁকে সকলের নিকট অনেক প্রশংসিত হয়েছেন।তিনি এমন একটা ছবি আমাদের কে উপহার দিয়ে এক অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। শুভ কামনা রইলো অনেক অনেক হেলাল ভাইয়া আপনার জন্য।বেস্ট অফ লাক।
Osadharon ❤💕