আমাদের সবার জীবনে শৈশবের অনেক স্মৃতি থাকে। যতো বড় হচ্ছি দিনগুলো অনেক কঠিন হচ্ছে আর ব্যাস্ততা বাড়ছে। এই ব্যাস্ততম দিনের মধ্যে ছোটবেলার স্মৃতিচারন করলে মনটা অন্যরকম ভালো হয়ে যায়। তখন ইচ্ছে করে ইস!!! যদি আবার ছোটবেলাকার দিনগুলোতে ফিরে যেতে পারতাম!!!
আজ আমি আপনাদের সাথে এমন কিছু জনপ্রিয় খাবার এর ছবি শেয়ার করবো যেগুলো আপনাদেরকে একবার হলেও আপনাদের শৈশব কালের কথা মনে করাবে।
হাওয়ায় মিঠাইঃ এটা খুব খুব ভালো লাগতো আমার।আমার এখনো মনে পড়ে যেখানে দেখতাম বিক্রি হচ্ছে গিয়ে ভিড়ের মধ্যে দাড়িয়ে পড়তাম কিনার জন্য। তখন এক টাকায় কয়েকটা পাওয়া যেতো। এখনো মাঝে মাঝে যখন দেখি সুযোগ পেলেই কিনে খায় আর ছোটবেলার স্মৃতি রোমন্থন করি😍😍
কটকটিঃ এটা তখন অনেক খেতে চাইতাম। রাস্তায় দৌড়ে যেতাম কটকটি কিনার জন্য।ভাংগা টিন,প্লাস্টিক বোতল এসব এর বিনিময়ে কটকটি কিনতাম। আমি একবার এটা খাওয়ার জন্য বাসার নতুন জগ দিয়ে দিয়েছিলাম। পরে এমন বকাটাই না খেলাম😆 মনে পড়লেই হাসি পায়।
নারিকেলের আইসস্ক্রিম ঃঃ
এটা আমার খুব পছন্দের ছিলো। আইসস্ক্রিম বিক্রেতা তখনকার দিনে ঘন্টা বাজিয়ে বাজিয়ে বিক্রি করতো।যেই ঘন্টার আওয়াজ শুনতাম সেই তখনই আইসস্ক্রিম খাওয়ার জন্য বায়না ধরতাম😅
বস্তা আইসক্রিমঃ এই আইসক্রিম গুলো ছোট বড় অনেক সাইজের পাওয়া যেতো আর অনেক রং এর হতো। এই বস্তা আইসক্রিম গুলোর দেখা এখন আর মিলেনা বল্লেই চলে 😪
সবগুলো খাবার আমি খুব মিস করি। এখনকার দিনের বাচ্চারা হয়তো এসবের মজা কখনোই বুঝবে না।আসলেই তখন অন্যরকম দিন ছিলো।সোনালী অতীত 😍😍
দিন যায় রাত বাড়ে ব্যাস্ততা বাড়ে। আর দিনশেষে মনখারাপের রাতে মাঝেমধ্যে এই সোনালী দিনগুলোর কথা মনে করে কিছুটা মন ভালো হয়ে যায় ❤❤
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আসলেই আগের দিনগুলো অনেক ভালো ছিলো। ছোটবেলার স্মৃতি আবার মনে পড়ে গেল।😰