সিনেমায় উড়ন্ত গাড়ি দেখলেও এবার তা হতে যাচ্ছে সত্যি। সম্প্রতি জাপানে পরীক্ষামূলকভাবে এই ফ্লাইং কারের সফল পরীক্ষা করা হয়েছে।
জাপানের স্কাইড্রাইভ কোম্পানি এই সফল পরীক্ষা চালায়। বছর তিনেক আগে এক চেষ্টায় ব্যর্থ হয় কোম্পানিটি।
গত শুক্রবার স্কাইড্রাইভ একটি ভিডিও প্রকাশ করে। তাতে দেখা গেছে মোটরবাইকের মত দেখতে উড়ন্ত গাড়িটি মাটির কয়েক ফুট উচুতে উড়ছে। আর চালকের আসনে ছিলেন এক ব্যক্তি। চারমিনিট ধরে উড়ে গাড়িটি। প্রায় ১০ ফুট পর্যন্ত উড়ে যায়।
এই পরীক্ষার জন্য জাপানের ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে আর্থিক অনুদান দেয়া হয় কোম্পানিটিকে।
স্কাইড্রাইভ সংস্থা জানায়, এটি পণ্য হিসেবে বাজারে আনা যায় চেষ্টা চলছে। ২০২৩ সালের মধ্যে বাজারে আনার জন্য পরীক্ষা চলছে।
Really good article,,,