শিক্ষাই জাতির মেরুদণ্ড

40 77
Avatar for Saha99saha
4 years ago

একটি জাতির প্রগতি নির্ভর করে শিক্ষার উপর। মানুষের জীবনে সবক্ষেত্রে শিক্ষা অগ্রণী ভূমিকা পালন করে।

মেরুদণ্ড না থাকলে মানুষ চলাফেরা করতে পারে না। তাই মেরুদণ্ড মানবদেহের অপরিহার্য একটি অঙ্গ। মেরুদণ্ডের সাহায্যে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে। নয়ত তাকে অন্যের সাহায্যে চলতে হয়। এভাবে মানুষ মেরুদণ্ড ছাড়া জড় পদার্থে পরিণত হয়।

তেমনি শিক্ষা ছাড়া মানুষও সর্বক্ষেত্রে অচল হয়ে পড়ে। তখন তাকে অন্যের সাহায্যে মেরুদণ্ডহীন প্রাণীর মতো বেঁচে থাকতে হয়। মনুষ্যত্বের বিকাশ সাধনের জন্য তাই শিক্ষা একটি অপরিহার্য উপাদান। শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়।

একজন ব্যক্তির শিক্ষা নিশ্চিত হলে সে একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে।

সভ্যতার উন্নতির কারণও এই শিক্ষা। সভ্য মানুষ আজ জ্ঞান-বিজ্ঞানের কল্যাণে আদিম সভ্যতা থেকে অনেক দূরে অবস্থান করছে।

শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়, অনুভূতিপ্রবণ ও কুসংস্কারমুক্ত করে যুক্তি ও বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে শেখায়, জ্ঞানকে প্রসারিত করে, অন্তর্জগৎকে করে উন্মোচিত। শিক্ষা প্রথমে ব্যক্তির উন্নতি সাধন করে এরপর সমাজের সর্বোপরি জাতির উন্নতি শিক্ষার মাধ্যমেই ফলপ্রসূ হয়।

বিশ্বায়নের এই যুগে এক জাতি অন্য জাতির সাথে প্রতিযোগিতা করে টিকে আছে। তাই জাতির অস্তিত্ব রক্ষার জন্য শিক্ষিত হওয়া প্রয়োজন। শুধু গুটিকয়েক লোকের শিক্ষার উপর জাতির উন্নতি সম্ভব নয়। তাই জাতিকে সার্বজনীন শিক্ষায় শিক্ষিত করতে হবে।

নিরক্ষর জাতি সমাজের গলগ্রহ। তারা জাতিকে অন্ধকার ছাড়া আলোর পথ দেখাতে পারে না।

ইতিহাসে দেখা গেছে, নিরক্ষর জাতি একসময় পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। তাই শিক্ষাকে গ্রহণ করে জাতির অনিবার্য পতন রোধ করা উচিত।

শিক্ষা হচ্ছে এক আত্মগত শক্তি যা জাতিকে বিশ্বে নেতৃত্ব দানে সক্ষম করে তোলে। যেসব দেশ উন্নতির চরমে অবস্থান করছে তাদের প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। যেমন: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান প্রভৃতি। শিক্ষার কারণেই মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণীতে উন্নীত। সর্বোপরি, শিক্ষার মাধ্যমেই জাতির উন্নতির দ্বার উন্মোচিত হয়।

শিক্ষার আলোয় জাতির উৎকর্ষ সাধন সম্ভব হয়। তাই সমাজের প্রত্যকের শিক্ষাকে নিশ্চিত করতে পারলে একটি জাতি শিক্ষিত ও সমৃদ্ধ হতে পারবে। নয়ত অশিক্ষিত জাতি বিশ্ব দরবারে পশ্চাদপদ হিসেবে গণ্য হবে।

15
$ 0.04
$ 0.04 from @TheRandomRewarder
Sponsors of Saha99saha
empty
empty
empty
Avatar for Saha99saha
4 years ago

Comments

কথাটি ভূল।শিক্ষা জাতির মেরুদণ্ড না,সু-শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন তো ঘরে ঘরে শিক্ষিত ঘরে ঘরে সার্টিফিকেট বাট তারাই ম্যানার বলতে কিছু জানেনা বড়দের রেসপেক্ট করতে জানেনা,ছোটদের স্নেহ করতে জানেনা।মেয়েদের টিস করে তারপর এস,এস,সি আর এইচ,এস,সির সার্টিফিকেট বানিয়ে বিদেশ চলে যায় তাহলে এই শিক্ষার কি দাম।এগুলা শিক্ষা না,এগুলা সার্টিফিকেট। আমি বলছি না পড়াশোনা করে চাকরি মাস্ট করতে হবে,পপড়াশোনা মানে নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা।এইবার আপনি বলেন এই রকম কয়টা ছেলে-মেয়ে আছে?তাই স্লোগান চেন্জ করে পেলছি।ধন্যবাদ। ভূল-এুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

$ 0.00
4 years ago

শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটি যথার্থ ও যুক্তিযুক্ত। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ অচল হয়ে পড়ে ঠিক তেমনিভাবে শিক্ষা ছাড়া জাতি অচল।

$ 0.00
4 years ago

হ্যা, একমাত্র শিক্ষাই পারে জাতির অন্ধকার দূর করে আলো প্রজ্জ্বলিত করতে। তাই আমাদের স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে।

$ 0.00
4 years ago

হুম সেটাই, তবে শুধুমাত্র শিক্ষা অর্জন করলেই হবে না, এটার মর্মটাও আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে।

$ 0.00
4 years ago

হ্যা। স্বশিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে। তবেই আমরা শিক্ষার মর্ম বুঝতে পারবো। আর তবে আমাদের উন্নয়ন সম্ভব।

$ 0.00
4 years ago

হুম, সেটাই। আমাদের সকলেরই এই গুরুত্বপূর্ণ বিষয়টি উপলব্ধি করতে হবে এবং প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে।

$ 0.00
4 years ago

প্রকৃত শিক্ষা অর্জন করতে পারলে আমাদের শিক্ষা সম্পুর্ণ হবে। আমাদের সকলেরই প্রকৃত শিক্ষা তথা স্বশিক্ষায় শিক্ষিত হওয়া উচিত।

$ 0.00
4 years ago

হুম, আর তাছাড়া শিক্ষা অর্জনের কোনো সীমা নেই। তাইতো কথায় আছে, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো।

$ 0.00
4 years ago

হ্যা, শিক্ষার কোনো শেষ নেই। আমরা মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা গ্রহন করতে পারি। শিখার কোনো বয়স নেই।

$ 0.00
4 years ago

হুম সেটাই৷ আর ছোট-বড় সকলের কাছে থেকেই শিক্ষা গ্রহণ করা যায় । এতে লজ্জার কিছু নেই।

$ 0.00
4 years ago

শিক্ষা লাভে কখনো লজ্জা করতে নেই। শিক্ষা অর্জন করাটা আমাদের মৌলিক মানবাধিকার। তাই আমরা সবার কাছ থেকে শিক্ষা অর্জন করবো।

$ 0.00
4 years ago

Hum setai. Kokhonoi shikhha grohon er bepare itosthoto bodh kora uchit noy. Shikkha grohon je karo theke kora jetei pare.

$ 0.00
4 years ago

হ্যা,অবশ্যই।

$ 0.00
4 years ago

হুম সেটাই।

$ 0.00
4 years ago

হুম।😍

$ 0.00
4 years ago

R8 sikha chara manus ocol jmn marudondo chara manus ochol thik tamoni sikha charaw manus colte pare na.

$ 0.00
4 years ago

অবশ্যই। মেরুদণ্ড ছাড়া মানুষ অচল। মানুষ মেরুদণ্ডহীন হয়ে যায়,তখন অন্যের সাহায্যে বাচঁতে হয়। আবার অশিক্ষিত মানুষও সর্বদা মানুষের দয়ার বেঁচে থাকে।

$ 0.00
4 years ago

Ji obossoi sikha chara manus coknthaktaw ondo. Amn manus duniyate onak thoka manusar tadar sohojai boka baniya dai

$ 0.00
4 years ago

অশিক্ষিত মানুষের ভালো মন্দের জ্ঞান থাকে না। তারা অন্যের কথায় চলে। এতে অনেক সময় তাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয়।

$ 0.00
4 years ago

Ji appi akdom thik bolachan tai akhon amadar uchit samnar projonmo ka sikhite hore sahajjo kora

$ 0.00
4 years ago

হ্যা অবশ্যই। আমাদের সামনের প্রজন্ম যাতে ভালো ভাবে শিক্ষিত হতে পারে সে দিকে আমাদেরই লক্ষ্য রাখতে হবে।

$ 0.00
4 years ago

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোন জাতির পক্ষে উন্নতিি করা সম্ভব না, যে জাতি যত বেশি শিক্ষিত জাতি তত বেশি উন্নত।

$ 0.00
4 years ago

একদম ঠিক বলছেন, "যে জাতি যত বেশি শিক্ষিত জাতি তত বেশি উন্নত"। তাই আমাদের সবার শিক্ষিত হতে হবে এতে আমাদের জাতি ধীরে ধীরে উন্নত হবে।

$ 0.00
4 years ago

শুধু শিক্ষিত হলেই জাতি উন্নতি করতে পারবেনা।। অর্জিত শিক্ষা কে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।।তবেই দেশ উন্নত হবে।

$ 0.00
4 years ago

অর্জিত শিক্ষা যদি ভালোভাবে কাজে লাগানো যায় তবে সফলতা অর্জন সম্ভব। আপনি একদম সঠিক কথা বলেছেন। আমি আপনার সাথে সহমত।

$ 0.00
4 years ago

যে জাতি যত বড় শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই আমাদের সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।তাহলে সমাজ তথা দেশকে উন্নতি করতে পারব।

$ 0.00
4 years ago

আমরা সবাই এটা জানি যে, একটি শিক্ষিত জাতি সর্বদা উন্নতির শিখরে থাকে। আর সুশিক্ষা ছাড়া এটা কখনোই সম্ভব নয়।

$ 0.00
4 years ago

সুশিক্ষা ছাড়া কোন কিছুই সম্ভব নয় আর সুশিক্ষায় বর্তমান আমাদের মধ্যে সংকট দেখা দিয়েছে।

$ 0.00
4 years ago

কারন আমরা সুশিক্ষা অর্জনে আগ্রহী নই। আমরা শুধু মাত্র ডিগ্রি লাভের জন্য শিক্ষা অর্জন করি যা বাস্তব জীবনে কোনো কাজে লাগে না।

$ 0.00
4 years ago

Education is the most important thing of our life. It is connected with our life. Thanks.

$ 0.00
4 years ago

You are most welcome for read my article.

$ 0.00
4 years ago

You are most welcome for read my article.

$ 0.00
4 years ago

একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা। যে দেশের মানুষ যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত। যাইহোক লেখককে ধন্যবাদ সুন্দর একটি লেখা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

$ 0.00
4 years ago

শিক্ষার দ্বারা রাষ্ট্র, জাতি, ব্যক্তি সবার উন্নতি সম্ভব। জাতির প্রত্যক মানুষ শিক্ষিত হলে দেশ উন্নয়নের চরম শিখরে পৌঁছে যাবে।

$ 0.00
4 years ago

শিক্ষাই পারে একটি দেশকে উন্নতির শিখরে পৌছে দিতে। মানব জীবনে শিক্ষার বিকল্প নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানু্ষ শিক্ষা অর্জন করে।

$ 0.00
4 years ago

হ্যা, মানব জীবনে শিক্ষার কোনো বিকল্প নেই। মানুষ সবসময় শিক্ষা অর্জন করতে পারে। মানুষের শিক্ষা অর্জনের মন-মানসিকতা থাকতে হবে।

$ 0.00
4 years ago

শিক্ষা বর্তমান সমাজে প্রত্যেক ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষা ছাড়া কোন জাতি চলতে পারে না। শিক্ষার মাধ্যমেই মানুষকে মানবসম্পদে পরিণত করা সম্ভব।

$ 0.00
4 years ago

আমি আপনার সাথে একমত। একমাত্র শিক্ষার মাধ্যমেই মানুষ মানব সম্পদে পরিণত হতে পারে। শিক্ষা সবার জন্য সমান গুরুত্বপূর্ণ।

$ 0.00
4 years ago

শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড। ঠিক তেমনি অল্প শিক্ষা ভয়ংকর। এদের সাথে কোনো জ্ঞানের কথা বলে লাভ নেই। তাদের জ্ঞান দিয়ে মন্দ কাজ টাও ভালো বলে চালিয়ে দিবে।

$ 0.00
4 years ago

হ্যা। এটা সত্যি যে অল্প বিদ্যা অত্যন্ত ভয়ংকর। অল্প বিদ্যার জোরে মানুষ নিজেকে অনেক জ্ঞানী ভাবে, যা আসলে ঠিক নয়।

$ 0.00
4 years ago